মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৫শে ভাদ্র ১৪৩২


কেন্দ্রের সামনে বসছে এলইডি স্ক্রিন, সরাসরি দেখানো হবে ভোট গণনা


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৪

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা।

ভোট গণনায় স্বচ্ছতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে গণনার চিত্র সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে। এজন্য ভোটকেন্দ্রগুলোর সামনে বসানো হয়েছে বড় পর্দা।

ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এর আগে ঘোষণা দিয়েছিলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি কেন্দ্রে বাইরে বসানো এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। তবে ঠিক কতটি স্ক্রিন বসানো হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।

নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হচ্ছে—যার মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি এবং হল সংসদে ১৩টি পদ।

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী—পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোট গণনা শেষে রাতের প্রথমাংশেই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top