শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


নার্স হিসেবে নির্মাতার একমাত্র পছন্দ মিথিলা


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৩ ০১:১১

আপডেট:
১০ মে ২০২৫ ২৩:৩৬

 ফাইল ছবি

ওপার বাংলায় নতুন আরও একটি চলচ্চিত্রে যুক্ত হলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দুলাল দে’র পরিচালনায় ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমায় কাজ করবেন তিনি।

মূলত এটি একটি গোয়েন্দা ঘরানার ছবি। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। যিনি পড়েন ডাক্তারি, আর ভালোবাসেন ক্রিকেট খেলতে। এর মধ্যে ঘটনাচক্রে জামাইবাবুর পাল্লায় পড়ে গোয়েন্দাগিরি শুরু করেন। সেই জামাইবাবুর ভূমিকায় থাকছেন শিলাজিৎ মজুমদার।

এই ছবিতে মিথিলাকে দেখা যাবে নার্সের ভূমিকায়। ইতোমধ্যে তার চরিত্রের লুকও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেলো, সাদা শাড়ি-ব্লাউজে সাদামাটা মিথিলা।

নির্মাতার ভাষায়, এই চরিত্রে মিথিলার মতো অন্য কাউকে খুঁজে পাননি তিনি। তাই অন্য কারও সঙ্গে চরিত্রটি নিয়ে আলাপও করেননি।

নতুন প্রজেক্টে কাজ করা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এই সিনেমার গল্প পশ্চিমবঙ্গের রানাঘাটের পটভূমি নিয়ে। চিত্রনাট্য অনুযায়ী এক চিকিৎসকের মৃত্যু হয়, সেখানে যায় অরণ‌্য। ঘটনাচক্রে সেই মৃত্যু রহস্যের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। প্রায় দেড় বছর আগে, এই সিনেমার চিত্রনাট্য পড়েছি।’

জানা গেছে, চলতি বছরেই কলকাতা, বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে ছবিটির দৃশ্যধারণ হবে। ছবির আবহ সংগীত পরিচালনা করবেন ‘বল্লভপুরের রূপকথা’খ‌্যাত শুভদীপ গুহ। এই ছবিতে আরও অভিনয় করছেন সুহোত্র মুখোপাধ‌্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য, আর জে সায়ন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top