শনিবার, ৩রা জানুয়ারী ২০২৬, ১৯শে পৌষ ১৪৩২


বুবলীর ভালোবাসা কে— জানালেন অভিনেত্রী


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৬

আপডেট:
৩ জানুয়ারী ২০২৬ ০২:২৯

ফাইল ছবি

‘ভালোবাসি, ভালোবাসি সেই সুরেতে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি’। আজ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা অনুযায়ী আজ বিশ্বব্যাপী একযোগে ভালোবাসার বাঁশি বেজে উঠেছে। এদিন ভালোবাসার রঙে রঙিন সবাই। প্রিয়জনকে নিয়ে মনের মতো করে দিনটি কাটাচ্ছেন তারা।

এদিকে ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীও দিনটি উদযাপন করছেন নিজের মতো করে। সামাজিক মাধ্যমে দিয়েছেন সেই আভাস। সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করছেন অভিনেত্রী।

নিজের ফেসবুকে সন্তানের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। ক্যাপশনে তিনি লিখেছেন, আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী।

তিনি আরও লেখেন, প্রতিটি দিনই ভালোবাসার তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী! সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।

বুবলীর হাতে একগুচ্ছ কাজ। সম্প্রতি শেষ করেছেন কলকাতার সিনেমা 'ফ্ল্যাশব্যাক'। এছাড়া বছরের শুরুতেই দিয়েছেন 'পুলসিরাত' নামের নতুন এক সিনেমার খবর। এ ছাড়া 'দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ এ বছরে মুক্তির অপেক্ষায় আছে তার বেশকিছু সিনেমা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top