শনিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৫, ৩রা ফাল্গুন ১৪৩১


মুকেশ আম্বানির মেয়ের বাড়ি কিনলেন জেনিফার লোপেজ


প্রকাশিত:
৩১ মার্চ ২০২৪ ১১:৪১

আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৩

লস এঞ্জেলসে অবস্থিত ঈশা আম্বানির বাড়ি। ছবি-সংগৃহীত

বেশ চড়ামূল্যে মেয়ে ঈশা আম্বানির প্রিয় বাড়িটি বিক্রি করে দিয়েছেন মুকেশ আম্বানি। লস এঞ্জেলসে অবস্থিত ঈশা আম্বানির এই সাধের বাড়িটি কিনে নিয়েছেন মার্কিন গায়িকা জেনিফার লোপেজ।

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ের এই বাড়িটি প্রায় ৩৮ হাজার স্কয়ার ফিটের উপর নির্মিত। এই বাড়িতে রয়েছে ১২টি বেডরুম, ২৪টি বাথরুম। অন্দরসজ্জা দেখলে চোখে তাক লেগে যাবে।

এখানেই শেষ নয়, জিম থেকে শুরু করে, স্পা, স্যালুন কি নেই সেখানে? রয়েছে ব্যাডমিন্টন খেলার কোর্টও। ৫০৮ কোটি ৫৭ লক্ষ ৮৬ হাজার ৫৫০ রুপি দিয়ে এই বাড়ি কিনে নিয়েছেন জেনিফার লোপেজ। বেন অ্যাফ্লেককে নিয়ে এখন তার ঠিকানা ওই বাড়িই। যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

কিছুদিন আগেই ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। তিন খান থেকে শুরু করে হলিউড গায়িকা রিহানা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। তার হবু স¿ীর নাম রাধিকা মার্চেন্ট। আগামী জুলাই মাসেই সাতপাকে বাঁধা পড়বেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top