রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


হাঁটি হাঁটি পা পা দিয়ে রুক্মিণীর নতুন সফর


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৪ ১৪:১৭

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ১১:৪৮

ফাইল ছবি

সম্প্রতি মুক্তি পাওয়া টালিউডের 'টেক্কা' ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সৃজিত মুখার্জি পরিচালিত সেই ছবিতে দেব-স্বস্তিকার সঙ্গে পর্দা ভাগ করেছিলেন অভিনেত্রী। এবার নতুন খবর, ‘হাঁটি হাঁটি পা পা’র মাধ্যমে নতুন সফর শুরু করছেন অভিনেত্রী রুক্মিণী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এই কথা। অর্ণব কুমার মিদ্যা পরিচালিত ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-এর ফার্স্টলুক শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে ছবির নামের হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘খুব শিঘ্রই নতুন এই সফরের শুরু করছি। প্রতিবারের মতো এবারও আপনাদের সবার ভালোবাসা ও সমর্থন চাই।’

‘হাঁটি হাঁটি পা পা’র এই ফার্স্টলুক পোস্টারে সমুদ্র সৈকতে ঢেউ আসার ছবি দেখা যাচ্ছে। একদিকে নোনা জলের সাদা ফেনা, অন্যদিকে হলুদ বালুচর। আর এর মাঝেই দুজনের পায়ের চিহ্ন। একটি চিহ্ন প্রাপ্তবয়স্ক মানুষের, অন্যটি কোনও ছোট শিশুর। জানা গেছে, নিজের ছবির মাধ্যমে অন্যরকম ভালোবাসার কথা বলতে চলেছেন পরিচালক অর্ণব মিদ্যা।

কেমন হবে সেই গল্প? ভারতীয় গণমাধ্যমে পরিচালক জানিয়েছেন, গল্প ভালোবাসার তবে নারী-পুরুষের প্রেম নয়। বরং এই গল্প বলবে জীবনকে ভালোবাসার গল্প। যে সম্পর্কে ছোট থেকে বুড়ো হওয়া পর্যন্ত, এমনকি মৃত্যুর আগে পর্যন্ত মানুষের থেকে যায়। জানা গেছে, ছবির চিত্রনাট্য নিয়ে বহুদিন ধরেই কাজ করছেন পরিচালক। আর রুক্মিণী মৈত্রকে ভেবেই এই গল্প লেখা। ছবিটির গল্পকার প্রিয়াঙ্কা পোদ্দার।

রুক্মিণীকেই কেন বাছলেন, সেই প্রশ্নে পরিচালকের জবাব, অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রুক্মিণী। ভোররাত তিনটে হোক বা বেলা বারোটা, যখনও তার কোনও ইনোভেটিভ আইডিয়া আসে জানাতে থাকেন। কাজের প্রতি এতটাই ডেডিকেশন। এমন অভিনয়শিল্পীর সঙ্গেই কাজ করতে চেয়েছিলেন অর্ণব। আশা করছেন ডিসেম্বর মাসেই ছবির শ্যুটিং শুরু করবেন। আগামী বছরের মাঝামাঝিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top