সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২


দিনে কতক্ষণ কাজ করেন অমিতাভ?


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫ ২২:০২

আপডেট:
১৫ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৭

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার যে ঘোষণা দিয়েছিলেন, তা নিয়ে সরগরম ছিল বলিউড। পক্ষ-বিপক্ষ দু'দিকেই আলোচনা-সমালোচনা হয়েছে বিস্তর। এই বিতর্কের মাঝেই এবার প্রকাশ্যে এলো বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের অবিশ্বাস্য কাজের রুটিন। ৮৩ বছর বয়সে এসেও তিনি যে পরিমাণ উদ্যম ও শক্তি নিয়ে কাজ করছেন, তা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো!

সম্প্রতি জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র (কেবিসি) সেটে অতিথি হিসেবে এসেছিলেন 'দ্য ফ্যামিলি ম্যান' সিরিজে খ্যাতি পাওয়া তিন অভিনেতা মনোজ বাজপেয়ী, শারিব হাশমী ও জয়দীপ অহলওয়াত। এই পর্বের শুটিং শেষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা শারিব হাশমী অমিতাভ বচ্চনের কাজের গতি ও রুটিন নিয়ে মুখ খোলেন।

শারিব জানান, অমিতাভ বচ্চন সাধারণত সকাল ৯টায় শুটিং সেটে আসেন। আর কাজ শেষ করে বাড়ি ফিরতে তার রাত ১২টা বেজে যায়। অর্থাৎ দিনের প্রায় ১৩ ঘণ্টা তিনি একটানা কাজ করে চলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিগ বি এক দিনে পরপর তিনটি এপিসোডের শুটিং করেন।

অমিতাভের অদম্য মানসিক শক্তি দেখে মুগ্ধ শারিব হাশমী বলেন, ‘তার অন্য মাত্রার শক্তি রয়েছে। এই বয়সেও এক দিনে টানা তিনটি এপিসোডের শুটিং করেন উনি। শুটিংয়ের সেটে সকাল ৯টায় পৌঁছোন। আমাদের এপিসোডটাই তো রাত ১২টায় শুটিং হয়েছিল।’

এত রাতে শেষবেলার শুটিং হওয়া সত্ত্বেও বর্ষীয়ান এই অভিনেতার মধ্যে ক্লান্তি বা উদ্যমের অভাব, কোনোটাই দেখা যায়নি বলে মন্তব্য করেন শারিব। তার কথায়, ‘আমাদের কিন্তু একটু ঘুমিয়ে নিতে ইচ্ছে করছিল। কিন্তু স্যারকে দেখে তা বোঝার উপায় ছিল না। সত্যিই এত বড় তারকা হওয়া মোটেই সহজ বিষয় নয়।’

শারিব হাশমীর কাছে অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ ছিল এক স্বপ্নের মতো অভিজ্ঞতা। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল, যেন আমি স্বপ্ন দেখছি। দিনটা অসাধারণ ছিল। সারা জীবন এই স্মৃতি আমার সঙ্গে থাকবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top