গান ভাইরালের আশায় সালমানকে হুমকি, গ্রেপ্তার গীতিকার
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৪ ১৬:১৩
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ১২:৩১
বলিউড হিরো সালমানকে খুনের হুমকি দেওয়া ও টাকা চাওয়া এখন নিত্যদিনের ঘটনা। এমন কোনো দিন নেই, যেদিন মৃত্যুর হুমকি পাননা সালমান। সঙ্গে মোটা অঙ্কের টাকা চাওয়ার দাবি তো থাকছেই।
কিছুদিন আগে নতুন করে খুনের হুমকি পেয়েছিলেন বলিউডের ভাইজান। মুম্বাই পুলিশের কন্ট্রোলরুমে মুঠোবার্তায় দেওয়া হয় সেই হুমকি। লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি ও টাকা দাবি করা হয়। তারপর থেকেই শুরু হয় তদন্ত। এ ঘটনায় গত মঙ্গলবার এক উঠতি গীতিকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবর, ২৪ বছর বয়সী সেই গীতিকারের নাম সোহেল পাশা। কর্ণাটকের রায়চুরের বাসিন্দা তিনি। তার লেখা একটি গান যাতে খুবই জনপ্রিয় হয়, তার চেষ্টা করছিলেন সোহেল। আর পুলিশের দাবি, এই কারণেই সালমানকে হুমকি দিয়েছিলেন সেই তরুণ।
আপনার মূল্যবান মতামত দিন: