শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


অন্তরঙ্গ দৃশ্যের পর বদলে যায় অভিনেত্রীর জীবন


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫ ১৭:০৩

আপডেট:
২২ আগস্ট ২০২৫ ০৩:১৫

ছবি সংগৃহীত

অভিনয় জগতে এসেই ব্যাপক পরিচিত পেয়েছিলেন, প্রথম ছবিতেই করেছিলেন বাজিমাৎ! শুধু তাই নয়, যার অভিনয়ের চেয়ে চুম্বনের দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছিল বেশি আলোচনা। বলা হচ্ছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের কথা।

তবে বহুদিন অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই আলোচনায় আসেন সোনাল। কখনও তার সাহসী ছবি আবার কখনও তার অভিনীত কোনো ছবির দৃশ্য ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তাই এখন সিনেমা থেকে দূরে থাকলেও নেটিজেনরা ভোলেননি অভিনেত্রীকে।

২০০৮ এ মুক্তি পায় ইমরান হাশমি ও সোনাল চৌহান অভিনীত হিট ছবি 'জান্নাত'। ছবির প্রযোজনায় ছিলেন মুকেশ ভাট। আর সে ছবির হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সোনাল।

সেই ছবিতে ৩০ টি চুম্বনের দৃশ্য ছিল। যা আজও আলোচনার কেন্দ্রে রয়েছে দর্শকের। ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। আর এরপর থেকেই পালটে যায় সোনালের জীবন।

এর আগে এক সাক্ষাৎকারে সোনাল চৌহান জানিয়েছিলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই। আগামীতে ছবির চিত্রনাট্যের সঙ্গে মানানসই ঘনিষ্ঠ দৃশ্য থাকলে তবেই তিনি তা করবেন।

আবার যদি ছবির প্রচার কিংবা অন্য কোনো কারণে তাকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বলা হয়, তবে তা নাকচ করে দেবেন বলেও জানিয়েছিলেন সোনাল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top