মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


‘আমি চাই আমার বড় বাড়ি হোক, গাড়ি হোক, প্রচুর হীরা থাকুক’


প্রকাশিত:
৮ জুলাই ২০২৫ ১৫:২২

আপডেট:
৮ জুলাই ২০২৫ ২০:২০

ছবি সংগৃহীত

রাজনীতিতে আর কি মন নেই কঙ্গনার? হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে সংসদে গিয়েছিলেন অভিনেত্রী। তবে বছর ঘুরতেই রাজনীতি নিয়ে ভাবনা বদলে গেছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দিলেন কঙ্গনা রানাউত।

সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, রাজনীতিতে বড় ত্যাগের প্রয়োজন, যা তিনি করতে চান না।

কঙ্গনা বলেন, ‘আমি স্বার্থপরের মতো জীবনযাপন করেছি। আমি চাই আমার বড় বাড়ি হোক, বড় গাড়ি হোক, প্রচুর হীরা থাকুক আমার কাছে, আমাকে দেখতে সুন্দর লাগুক। জানি না, ঈশ্বর কেন আমাকে রাজনীতির জন্য বেছে নিয়েছেন। কিন্তু আমি এত বড় ত্যাগ করতে চাই না।’

পর্দায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। বাস্তবে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে আছে কি না, এমন প্রশ্নে কঙ্গনা জানান, ‘আমার মনে হয় না, প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আমার রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে নিষ্ঠা ও ইচ্ছার প্রয়োজন, তা আমার নেই। আর সমাজকর্মের কোনও অভিজ্ঞতাও নেই।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করে দলীয় অন্দরেও সমস্যায় পড়েছিলেন কঙ্গনা। এক ঘটনায় মত প্রকাশের পর বিজেপি সভাপতি জেপি নাড্ডার ফোন পেয়ে কঙ্গনা নাকি বলেছিলেন, ‘আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি।’

রাজনীতি নিয়ে উচ্চাকাঙ্ক্ষা নেই জানিয়ে কঙ্গনা আরও বলেন, রাজনীতির জগতে এগিয়ে যাওয়ার মতো গুণাবলী তার নেই, তাই এর চেয়ে বেশি উন্নতির কোনও পরিকল্পনাও নেই। প্রার্থনা করেন, ‘ঈশ্বর যেন আমাকে কখনও প্রধানমন্ত্রী না করেন।’

উল্লেখ্য, চলতি বছরেই মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’। এই ছবিতে তিনি অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক ছিলেন। তবে বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top