বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


গায়িকা থেকে নায়িকা, লিসা মিশ্রার স্বপ্নপূরণের গল্প


প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১১:২৩

আপডেট:
১০ জুলাই ২০২৫ ১৭:১১

ছবি সংগৃহীত

মার্কিন মুলুকে বেড়ে ওঠা লিসা মিশ্রা মুম্বাইতে গায়িকা হতেই এসেছিলেন। তবে গানের পাশাপাশি এখন অভিনয়ের খাতাতেও নাম লিখিয়েছেন এ সংগীতশিল্পী। অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘কল মি বে’ দিয়ে অভিনয়জীবন শুরু হয়েছে তার। এরপর নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’-এ নজর কেড়েছেন লিসা মিশ্রা।

মাত্র চার বছর বয়স থেকে গান শেখা শুরু করেছিলেন লিসা মিশ্রা। গায়িকা হতে এসেই হয়ে গেলেন অভিনেত্রী। মুম্বাইয়ের সান অ্যান্ড স্যান্ড হোটেলে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে লিসা বলেন, ১৩ বছর বয়সে নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম। আমার ভিডিও দেখে এক প্রযোজক আমাকে মুম্বাই আসতে বলেন। সাত বছর আগে মুম্বাইতে আসি।

তিনি বলেন, ‘ভিরে দি ওয়েডিং’ সিনেমায় প্রথম গান গাওয়ার সুযোগ দেন অভিনেত্রী সোনম কাপুর। কাপুর পরিবার আমাকে সঠিক পথ দেখিয়েছিল। তবে পরের যাত্রাটা একদমই আমার নিজের ছিল। আমাকে এই পথ একলা চলতে হয়েছিল। আমাকে তখন নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছিল।

লিসা মিশ্রা বলেন, বুঝতে পারছিলাম বিনোদন দুনিয়ার অসংখ্য দরজা এখানে খোলা। মুম্বাইতে আসার পর থেকেই অডিশন দিতে শুরু করেছিলাম। 'কল মি বে'-তে সুযোগ পাওয়ার আগে ৫০টির মতো অডিশন দিয়েছিলাম।

অভিনেত্রী বলেন, অডিশন দেওয়া আমার জন্য চাকরির ইন্টারভিউয়ের মতো ছিল। তবে ‘প্রত্যাখ্যান’কে আমি সহজভাবেই নিতাম। মনে করতাম, চরিত্রটার জন্য উপযুক্ত নই বলে আমাকে বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সাত বছর আগে আমি হিন্দি ভালো জানতাম না। তাই হিন্দি শেখা শুরু করি। ইন্ডাস্ট্রির ধরন–ধারণ কিছুই বুঝতাম না। আমাকে সেসব শিখতে হয়েছিল। বুঝেছিলাম এটা আমার একার লড়াই। আমাকে একাই লড়তে হবে। তবে আজ যে জায়গায় আমি পৌঁছেছি, তাতে আমি ভীষণ খুশি। লিসা বলেন, গান আমার শ্বাসপ্রশ্বাস আর অভিনয়কে আমি আরও আবিষ্কার করতে চাই, বুঝতে চাই। চ্যালেঞ্জ নিতে চাই। আমাকে খুব টানে অভিনয়।

গান, অভিনয়ের পাশাপাশি লেখাপড়াতেও দুর্দান্ত ছিলেন লিসা। অর্থনীতি নিয়ে স্নাতক, ফলাফলও ভালো। তবে অভিনয় ও গানের ক্ষেত্রে সব সময় পরিবারের সমর্থন পেয়ে এসেছেন তিনি। অভিনেত্রী বলেন, মা–বাবা আমার কোনো কিছুতে বাধা দিতেন না। তারা খালি বলতেন— যা-ই করি না কেন, পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়।

আমেরিকাতে বড় হলেও বলিউডে সিনেমা করায় লিসা ভীষণ খুশি। শাহরুখ খান তার প্রিয় তারকা। তিনি বলেন, আমরা এনআরআইরা (অনাবাসী ভারতীয়) শাহরুখের অনেক বড় ভক্ত। এ ছাড়া আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের সিনেমা মন ভরে দেখি।

ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা লিসা ‘স্বজনপ্রীতি’-র শিকার হয়েছেন কিনা, তা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি আছে নিশ্চয়ই। তবে সরাসরি এর শিকার আমি হইনি। তবে আমার বিশ্বাস— আলিয়া ভাট, ফারহান আখতার ফিল্মি পরিবারের হয়েও নিজেদের প্রতিভার জোরে আজ এ জায়গায় পৌঁছেছেন। তাদের শুরুটা হয়তো সহজ ছিল, কিন্তু বাকিটা তাদের নিজেদের করতে হয়েছে। নইলে এখানে টিকতে পারতেন না।

লিসা বলেন, সিনেমার জগতের চেয়ে সংগীত দুনিয়ায় বেশি লিঙ্গবৈষম্য আছে। সংগীত দুনিয়ায় পুরুষদের আধিপত্য বেশি। তবে গত সাত বছরে মিউজিক দুনিয়ায় আমি কিছুটা বদল দেখছি।

তিনি বলেন, সংগীতের নানা বিভাগে এখন মেয়েদের দেখতে পাচ্ছি। আশা করছি, সামনে আরও বদলাবে। ‘দ্য রয়্যালস’-এর মতো সিরিজে কাজ করে দারুণ খুশি তিনি। লিসা বলেন, এ সিরিজে কাজ করা আমার জন্য রাজকীয় অভিজ্ঞতা ছিল।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top