কান্নার দৃশ্যে গ্লিসারিন ব্যবহার করতে হয়নি : শুভশ্রী
প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫ ১৫:২৮
আপডেট:
১৬ জুলাই ২০২৫ ২১:৩৫

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অভিনয় প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, চরিত্রে সম্পূর্ণভাবে ডুবে গিয়ে অভিনয় করতে ভালোবাসেন এবং এজন্য কখনোই কৃত্রিম উপায়ে চোখের জল ফেলতে হয় না।
শুভশ্রী বলেন, ‘আমি প্রচণ্ড আবেগপ্রবণ। যা করি অন্তর থেকে করি, নিজেকে উজাড় করে দিই অভিনীত চরিত্রে।’ তার কথায়, ‘আজ পর্যন্ত কান্নার দৃশ্যে কোনো দিন গ্লিসারিন ব্যবহার করতে হয়নি। নিজে থেকেই চোখে জল এসে যায়।’
তার এমন সাবলীল অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন পরিচালকেরাও। শুভশ্রী বলেন, ‘এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রত্যেকটি চরিত্রে নিজেকে নতুন করে আবিষ্কারের চেষ্টা করি। এই প্রচেষ্টা 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতেও জারি থাকবে।’
এদিকে, নতুন ছবি ‘গিরিশ ঘোষ’-এর শুটিংয়ে সম্প্রতি জগন্নাথ ধামে দেখা গেছে শুভশ্রীকে। জরিপাড় সবুজ বালুচরি শাড়ি, পুরনো আমলের গয়না এবং সাবেকি চুলের ছাঁদে তাকে 'বিনোদিনী' রূপে দেখা গেছে।
বড়সড় বিনুনি, বাহারি খোঁপা এবং সোনালি কাঁটা দিয়ে সেজে উঠেছিলেন তিনি। হাতে ছিল বাহারি বটুয়া। 'গিরিশ ঘোষ' চরিত্রে অভিনেতা ব্রাত্য বসুর সঙ্গে 'বিনোদিনী' শুভশ্রী জগন্নাথের মন্দিরে বেড়াতে আসার দৃশ্যের শুটিং করেন।
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: