১৫ বছর বয়সেই অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করেছে নওয়াজ কন্যা
প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫ ১১:৫৮
আপডেট:
১৮ জুলাই ২০২৫ ০০:১১

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। দীর্ঘ সময় ধরেই অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি। বাবার দেখানো সেই পথেই এগিয়ে যাচ্ছেন তার মেয়ে শোরা সিদ্দিকি।
মাত্র ১৫ বছর বয়সেই অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে শোরার একটি অভিনয়ের ভিডিও শেয়ার করেছেন নওয়াজউদ্দিন। ভিডিওতে দেখা যাচ্ছে, ইংরেজি ভাষার একটি দৃশ্যে পারফর্ম করছেন শোরা।
নিখুঁত ডায়লগ ডেলিভারি আর চোখে পড়ার মতো এক্সপ্রেশনে দর্শক-ভক্তরা মুগ্ধ। ভিডিওর ক্যাপশনে নওয়াজ লিখেছেন, ‘Can I come... প্রথম দৃশ্য।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পরই তা ভাইরাল হয়ে যায়। নওয়াজের মেয়ের অভিনয় দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্টবক্স।
একজন লিখেছেন, ‘শোরা যদি বলিউডে আসে, তাহলে সে দারুণ করবে।’ আরেকজন লিখেছেন, ‘সে তার বাবার পথেই হাঁটছে। নওয়াজ নিশ্চয়ই গর্বিত হবেন।’ কেউ লিখেছেন, ‘আমি পরের রাধিকা আপ্তেকে শোরার মধ্যে দেখতে পাচ্ছি।’
পরিচালক রন কাহলোন, যিনি শোরার কর্মশালার প্রশিক্ষক ছিলেন, মন্তব্য করেছেন, ‘ঈশ্বর তার মঙ্গল করুন। ওর সঙ্গে কাজ করে দারুণ আনন্দ পেয়েছি। এমন প্রতিভা আমি খুব কমই দেখেছি।’
এর আগে নওয়াজউদ্দিন জানিয়েছিলেন, তার মেয়ে নিজেই অভিনয় শেখার ইচ্ছা প্রকাশ করে ক্লাসে ভর্তি হয়েছেন। নওয়াজ বলেছিলেন, ‘আমার মেয়ে আমাকে বলেছিল, আমাকে অভিনয় শিখতে হবে।’
নওয়াজউদ্দিনকে শেষ দেখা গিয়েছিল মে মাসে মুক্তি পাওয়া ‘কোস্টাও’ ছবিতে। সামনে তার ‘সেকশন ১০’, ‘নুরানি চেহরা’, ‘সাঙ্গীন’ ও ‘রাত আকেলি হ্যায় ২’-সহ চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: