রবিবার, ২০শে জুলাই ২০২৫, ৫ই শ্রাবণ ১৪৩২


‘এখানে স্থায়ী হয়ে গেলে অবাক হবেন না’


প্রকাশিত:
২০ জুলাই ২০২৫ ১৫:৪২

আপডেট:
২০ জুলাই ২০২৫ ১৯:১৭

ছবি সংগৃহীত

ছোট পর্দার পর এখন বড় পর্দারও দাপুটে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই সঙ্গে ক্যারিয়ারের সেরা মুহূর্তও কাটছে তার। সম্প্রতি নিজের ‘প্রিয় মালতী’ সিনেমার জন্য পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এছাড়াও দেশে নানা ব্যস্ততা কাটানোর পর এখন অভিনেত্রী রয়েছেন ছুটির মেজাজে; সময় কাটাচ্ছেন সুদূর কানাডায়।

সাধারণত চোখ ধাঁধানো রূপসজ্জা, স্টাইলের জুড়ি নেই মেহজাবীনের। এবারও তার ব্যতিক্রম ঘটল না; নজর আটকালো অভিনেত্রীর একগুচ্ছ দৃষ্টিনন্দন ছবিতে। যেখানে মেহজাবীনকে দেখা যায় চোখ জুড়ানো এক সুন্দর ল্যাভেন্ডার ফুলের বাগানে।

শুক্রবার সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন। কানাডার ল্যাভাল শহরের বিখ্যাত মেইজন ল্যাভান্ডে অর্থাৎ সেই ল্যাভেন্ডারের বাগান থেকে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। স্থানটি যে তার বড্ড মনে ধরেছে, তা আর বুঝতে বাকি নেই; সে কথা আবার জানিয়ে দেন অভিনেত্রী নিজেই।

ছবিগুলোতে দেখা যায়, বেগুনি ল্যাভেন্ডার ফুলের মাঝখানে মেহজাবীন কখনও শুয়ে, কখনও হাঁটছেন, কখনও বা জানালার পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন। এসময় অভিনেত্রীর পরনে ছিল স্টাইলিশ প্রিন্টেড গাউন। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘এখানে স্থায়ী হয়ে গেলে অবাক হবেন না।’

ছবিগুলো শেয়ার করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কমেন্টে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন— কেউ বলেছেন, ‘ল্যাভেন্ডার কুইন’।

এখন প্রায়ই দেশের বাইরে সময় কাটান মেহজাবীন। সে সুবাদে কিছু ফটোশুটেও দেখা মেলে তাকে, আর ভালোবাসায় ভরিয়ে দেন তার অনুরাগীরা। কাজের ক্ষেত্রে- এখন অনেকটা ফ্রি ই থাকেন এই অভিনেত্রী। কারণ তিনি জানিয়েছে, মানসম্পন্ন চিত্রনাট্য ছাড়া আর কাজ করবেন না এখন তিনি।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top