বরুণ ধাওয়ানকে বাড়ি থেকে বের করে দিতে চান স্ত্রী
প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫ ১২:৪৫
আপডেট:
২৭ জুলাই ২০২৫ ১২:৫১

২০২১ সালে পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। আর ২০২৪ সালে প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। এখন একজন অভিনেতার বাইরেও বরুণের পরিচয়, তিনি একজন বাবা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এক ‘বাবা বরুণ’-কে পাওয়া গেল। মেয়েকে ঘিরে তার আবেগ, দায়িত্ববোধ এবং মজার সব অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। জানান, মেয়ের প্রতি এতটাই সংবেদনশীল যে কেউ তার ক্ষতি করতে এলে চরম প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবেন না।
তবে হাস্যরসের ছলে বরুণ বলেন, ‘এই মুহূর্তে মেয়ের মাকে নিয়েই সবচেয়ে বেশি ভয়ে আছি। নাতাশা যেকোনো সময় আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে!’
বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন বরুণ ধওয়ান। সহ-অভিনেত্রীদের সঙ্গে তার ব্যবহার, তাদের শরীর ছুঁয়ে যাওয়ার ধরন নিয়ে নানা সমালোচনা হয়েছে। এখন তিনি মেয়ের বাবা। বরুণ জানান, প্রতিদিন চেষ্টা করছেন ভালো বাবা হওয়ার, একটু একটু করে ভালো বাবা হয়েও উঠছেন। তবে মেয়ের সমস্ত দেখাশোনার দায়িত্ব স্ত্রী নাতাশার কাঁধে। তিনি শুধুই মেয়ের সঙ্গে খেলা করেন।
বরুণের কথায়, ‘আসলে আমি তেমন কিছুই করি না। মায়ের বেশি দায়িত্ব হয় সন্তানের দেখভালের ক্ষেত্রে। তবে আমি চেষ্টা করছি লারার যোগ্য বাবা হয়ে উঠতে। কিন্তু স্ত্রীর একটাই শর্ত টিভির ভলিউম বাড়ানো যাবে না। তেমনটা হলে বাড়ি থেকে সোজা বের করে দেবে।
আপনার মূল্যবান মতামত দিন: