‘শাকিব খানের বিষয় নিয়ে হাসাহাসি করলেও অপুদির কষ্ট বুঝা যায়’
প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১৭:৪৮
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ২০:০৮

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন। সেখান থেকে দু’জনের বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
বিষয়টি নিয়ে যেমন অনেকে ইতিবাচক মন্তব্য করছেন, তেমনি কেউ কেউ শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে সহানুভূতি প্রকাশ করছেন।
নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। সেখানে শাকিব-বুবলী প্রসঙ্গে নিজের মতামত জানানোর পাশাপাশি অপু বিশ্বাসের অবস্থান নিয়েও কথা বলেছেন তিনি।
তনি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘শাকিব খানের বিষয়টা নিয়ে আমরা যতই হাসাহাসি করি, কিন্তু নিজের উপর নিয়ে ভাবলে অপু দিদির কষ্টটা বুঝা যায়। আসলে দিন শেষে পুরুষ মানুষ পুরুষ মানুষই—মেয়ে মানুষ পেলেই হল! সেটা যেকোনো অজুহাতে।’
মান-অভিমান ভুলে আবারও একসঙ্গে শাকিব-বুবলী
স্ট্যাটাসে তনি আরও বলেন, ‘কয়েক বছর আগে শাকিব খান নিজেই ক্যামেরার সামনে বুবলীকে তার ওয়াইফ হিসেবে অস্বীকার করেছিলেন। শাকিব ভাইকে তার কাজের জন্য রেসপেক্ট করি, কিন্তু তার ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা হয়, তা তার বোঝা উচিত। বিশেষ করে তার ভক্তরা বিষয়গুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে, যা অনেক সময় নোংরামির পর্যায়ে চলে যায়।’
এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনে করেন, শাকিবের উচিত বিষয়গুলো পর্দার আড়ালেই রাখা। তনির কথায়, ‘শাকিব খান নিজেকে হাসির পাত্র নিজেই বানাচ্ছেন। উনার উচিত ছিল ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখা। যেহেতু দুই ঘরেই বাচ্চা আছে এবং তিনি দুটোই মেইনটেইন করেন, তাই যদি কিছু পাবলিক করতেই হয় তাহলে দুইজনের বিষয়টাই স্পষ্টভাবে করা উচিত।’
সবশেষ অপু বিশ্বাসের প্রসঙ্গ টেনে এই নারী উদ্যোক্ত লিখেছেন, আমি মনে করি, অপু বিশ্বাস দিদির নিজের একটা পরিচয় আছে শাকিব খানের বাইরে গিয়েও। তিনি এখন শুধুমাত্র একজন চিত্রনায়িকা নন, একজন সফল উদ্যোক্তাও। আমি সব সময় চাই, সব কিছু পেছনে ফেলে দিদি আরও ভালো করুন। আমরা সবাই আপনার পাশে আছি।
উল্লেখ্য, তনির সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বরাবরই বেশ ভালো। পেশাগত জায়গা থেকে বিভিন্ন সময় দুজনকে একসঙ্গেও কাজ করতে দেখা গেছে।
অন্যদিকে, শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী—এই ত্রয়ীর সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই আলোচনা-সমালোচনা চলছে। ভক্তরাও চাইছেন, শাকিব যেন তার ব্যক্তিগত বিষয়গুলো আরও সংবেদনশীলভাবে সামলায়।
কারণ তার দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বর্তমান সমীকরণ নয় নানা সময়ে নানা সংবাদের শিরোনাম জায়গা করে নিচ্ছে। যা শাকিব ভক্তদের জন্যও অস্বস্তিকর।
আপনার মূল্যবান মতামত দিন: