বিয়ের পিঁড়িতে পাকিস্তানি গায়িকা আইমা বেগ
 প্রকাশিত: 
 ৭ আগস্ট ২০২৫ ১৩:৪০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৮
                                পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আইমা বেগ অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। কিছুদিন ধরেই ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মাঝে কানাঘুষা চলছিল, এবার সেই গুঞ্জনকেই সত্যি করে তিনি বিয়ে করেছেন ফ্যাশন ডিজাইনার জাইন আহমেদকে।
মঙ্গলবার দিবাগত রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন আইমা নিজেই। বিয়ের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে আইমা আবেগঘন বার্তা লিখেছেন, ‘গত রাতে আমার সবচেয়ে ভালো বন্ধুকে বিয়ে করলাম। আলহামদুলিল্লাহ, এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে।’
‘অবশেষে এটা ঘটেই গেল আমাদের নতুন এই পথচলায় আপনারা সবাই দোয়া করবেন।’ তিনি আরও জানান, বিয়ের অনুষ্ঠানের একক ছবিগুলো তিনি পরে প্রকাশ করবেন। জানা গেছে, কানাডায় অত্যন্ত ঘরোয়া পরিবেশে এই বিয়ের আয়োজন করা হয়।
যেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে। সংগীত আর ফ্যাশনের এই মেলবন্ধনকে অনেকেই ‘পারফেক্ট ম্যাচ’ হিসেবে দেখছেন।

জাইন আহমেদ মূলত লাহোরভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ‘রাস্তাহ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর। তার এই ব্র্যান্ডটি আধুনিক দক্ষিণ এশীয় নান্দনিকতার জন্য বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে।
হলিউড অভিনেতা রিজ আহমেদসহ অনেক আন্তর্জাতিক তারকা জাইনের ডিজাইন করা পোশাক পরেছেন। ভোগ-এর মতো আন্তর্জাতিক ম্যাগাজিনেও তাদের কাজ স্থান পেয়েছে।
দপ্রসঙ্গত, জাইন আহমেদের সঙ্গে বিয়ের আগে আইমা বেগ অভিনেতা ও নির্মাতা শাহবাজ শিগগিরির সঙ্গে বাগদান করেছিলেন। ২০২০ সালে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে এবং ভক্তদের কাছে তারা বেশ জনপ্রিয় ছিলেন।
কিন্তু ২০২২ সালে আইমা এক সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের বিচ্ছেদের কথা জানান এবং সবার কাছে তাদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর অনুরোধ করেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: