আসছে জাহের-সামান্থার ‘ফাঁকা আওয়াজ’
 প্রকাশিত: 
 ৯ আগস্ট ২০২৫ ০৭:৫৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৬
                                মাইদুল রাকিবের নির্মাণে ও সাজু মুনতাসীরের প্রযোজনায় আসছে— ‘ফাঁকা আওয়াজ’। দীর্ঘ ধারাবাহিক এই নাটকে অভিনয় করছেন বর্তমান সময়ের জাহের আলভী ও সামান্তা পারভেজ। ইতোমধ্যে শুরু হয়েছে নাটকটির শুটিং; বুধবার (৬ আগস্ট) বিকেল থেকে পিরোজপুর শহর ও আশপাশের মনোরম লোকেশনে নেওয়া হয় দৃশ্যধারণ।
নির্মাতা মাইদুল রাকিব ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাটকের কলাকুশলীদের নিয়ে এসেছেন পিরোজপুর শহরে; সেখানকার শহীদ মিনার প্রাঙ্গণ, টাউন ক্লাব মাঠেও চলেছে শুটিং; যা চলবে আগামী সোমবার পর্যন্ত।
নির্মাতা বলেন, ‘এটি একটি দীর্ঘ ধারাবাহিক। প্রযোজনা প্রতিষ্ঠান ‘1952’ এর প্রযোজক সাজু মুনতাসীর এর প্রযোজনায় নির্মিত হচ্ছে এটি। বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতিতে কিছু মানুষ আছে যারা ভুয়া প্রকৃতির, একটু ফাঁকা আওয়াজ দিয়ে চলে, তাদের মুখোশ উন্মোচনের গল্প নিয়েই নাম দেওয়া হয়েছে ‘ফাঁকা আওয়াজ’।
জেলা শহর পিরোজপুরে শুটিং করতে কেমন লাগছে প্রশ্নে তিনি বলেন, ‘গল্পটি করার জন্য আমাদের একটি জেলা বা থানা শহরের দরকার ছিল। প্রযোজককে বিষয়টি বলার পর তিনি বললেন তার এলাকা পিরোজপুরে যেতে। তার কারণে পিরোজপুরে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। পাশাপাশি পিরোজপুরের সব মানুষ অনেক সহায়ক।’
পিরোজপুর জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু বলেন, ‘পিরোজপুরে এক সময় খুব সাংস্কৃতিক ঐতিহ্য ছিল এখানে প্রচুর নাট্য সংগঠন জাতীয় সংগঠন সাংস্কৃতিক সংগঠন ছিল। সম্প্রতি আমরা দেখছি একটি প্রযোজনা সংস্থা নাটকের শুটির জন্য পিরোজপুরে এসেছেন; এতে করে পিরোজপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলটাও আরও বৃদ্ধি পাবে।’
এদিকে, ‘ফাঁকা আওয়াজ’ নাটকটির মূল চরিত্রে রয়েছেন জাহের আলভী ও সামান্তা পারভেজ। এছাড়াও আরও অভিনয় করছেন- শিবা শানু, চাষী আলম, মুকিত জাকারিয়া, সাদ্দাম মাল, হায়দার আলী, মাছুম বাশার, শহীদুন্নবী, এস এম আলমাস, মাসুদ পারভেজ সাগরসহ অনেকে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: