রবিবার, ১০ই আগস্ট ২০২৫, ২৬শে শ্রাবণ ১৪৩২


ব্যস্ততার প্রসঙ্গ আসতেই মুখে তালা, তবে কি কাজহীন পূজা?


প্রকাশিত:
১০ আগস্ট ২০২৫ ১৭:০৯

আপডেট:
১০ আগস্ট ২০২৫ ১৯:৫৫

ছবি সংগৃহীত

সৌন্দর্য অভিনয় দক্ষতা কোনোটাই কম নেই ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর। শুরুটাও বেশ দারুণ ছিল। ‘দহন’, ‘পোড়ামন ২’ দিয়ে মন ভরিয়েছিলেন দর্শকের। কিন্তু জনপ্রিয়তার আকাশে তার ওড়াওড়ি খুব একটা দীর্ঘ হয়নি। অল্প সময়ের ব্যবধানে গোত্তা খাওয়া ঘুড়ির মতো মুখ থুবড়ে পড়েন।

এরপর একধিক সিনেমায় নিজেকে মেলে ধরলেও অধরা থেকে যায় কাঙ্ক্ষিত সাফল্য। একের পর এক ব্যর্থ ছবি দিয়ে পূজা নিজেও হয়ে ওঠেন ব্যর্থ নায়িকা। চলতি বছরের শুরুতে রায়হান রাফীর হাত ধরে প্রথমবার পূজা হাজির হন ওয়েব সিরিজে। ‘ব্ল্যাক মানি’ ওটিটিতেও ভাগ্য দেবতার বর পাননি নায়িকা। উল্টো খোলামেলা পোশাকের কারণে হন সমালোচিত।

গেল কোরবানি ঈদে পূজা হাজির হন ‘টগর’ নামের একটি সিনেমায়। কিন্তু ‘টগর’ হয়ে ওঠে ডিজাস্টারের আরেক নাম। দুই দিনের মাথায় নেমে যায় ছবিটি। ফলে সাফল্যের স-ও ঝুলিতে নিতে পারেননি অভিনেত্রী।

বিরতিহীন ব্যর্থতা নিয়ে যখন পথ চলছিলেন পূজা তখন গুঞ্জন ওঠে হাতে কাজ নেই পূজার। এবার যেন তা আরও স্পষ্ট হলো। আজ রোববার ঢাকা মেইলের সঙ্গে কথোপকথনের সময় ব্যস্ততার প্রসঙ্গ আসতেই মুখের ওপর ফোন কেটে দেন পূজা। এরপর একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি তার। কাজ নেই বলেই কি ব্যস্ততার প্রসঙ্গ আসতে সংযোগ বিচ্ছিন্ন করলেন? হোয়াটস্যাপে এমন প্রশ্ন ছুড়ে দিলেও নিরুত্তর থেকেছেন অভিনেত্রী।

পূজার এই নীরবতা যেন তার কাজহীনতার গুঞ্জন আরও উসকে দেয়। সেই সঙ্গে প্রশ্নের জন্ম মাথাচাড়া দেয়, তবে কি আসলেই বেকার হয়ে পড়েছেন পুজা?



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top