সামনে এলো রণবীর-আলিয়ার ২৫০ কোটির স্বপ্নের বাড়ি
প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১৮:২৩
আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১৯:১৫

অবশেষে বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাড়ি তৈরি হয়ে গেছে। বহু বছরের কাজের পর দম্পতির এই বিশাল বাংলো নির্মাণ শেষ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতেই প্রথমবারের মতো বাড়িটির সম্পূর্ণ রূপ দেখা গেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় ২৫০ কোটি রুপির বাংলোটি ছয়তলা বিশিষ্ট একটি বিলাসবহুল প্রাসাদ। এটি কেবল বিলাসবহুল ঠিকানা নয়, এর সঙ্গে যুক্ত আছে কাপুর পরিবারের ঐতিহ্যও। এটি একসময় রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের বাড়ি ছিল। পরবর্তীতে আশির দশকে ঋষি কাপুর ও নীতু কাপুর এই সম্পত্তির মালিক হন। আর এখন কাপুর পরিবারের এই উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাচ্ছেন রণবীর ও আলিয়া।
সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে নতুন বাড়ির ভেতরে এক ঝলক দেখানো হয়েছে। বাংলোটি ডিজাইন করা হয়েছে সাদামাটা অথচ আভিজাত্যের ছোঁয়ায়। ধূসর বাইরের দেয়ালের চারপাশে সাজানো হয়েছে প্রচুর সবুজ গাছপালা, প্রতিটি বারান্দাতেই দেখা যায় সবুজের সমাহার। প্রথম তলার বড় জানালা দিয়ে ভেতরের ঝকঝকে ঝাড়বাতির ঝলক দেখা গেছে, যা উঁচু ছাদের বিলাসবহুল ইন্টেরিয়রের আভাস দেয়।
আলিয়া-রণবীর এবং তাদের কন্যা রাহাকে বহুবার নির্মাণস্থলে দেখা গেছে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে। নীতু কাপুরকেও প্রায়ই সাইটের বাইরে ক্যামেরাবন্দি করা হয়েছে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই শুভ দিনে পরিবারটি নতুন বাড়িতে উঠতে পারেন।
রণবীর ও আলিয়া ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন। তাদের কন্যা রাহা জন্মের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
কাজের দিক থেকে আলিয়া সর্বশেষ অভিনয় করেছেন বাসন বালার পরিচালিত জিগরা ছবিতে, যেখানে সহ-অভিনেতা ছিলেন বেদাং রায়না। সামনে তিনি দেখা দেবেন ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স প্রজেক্ট ‘আলফা’তে, যেখানে শর্বরীও অভিনয় করছেন।
অন্যদিকে, রণবীর কাপুর এখন ব্যস্ত নিটেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ এর প্রস্তুতিতে, যা মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ। এছাড়া আলিয়া ও রণবীরকে আবার একসঙ্গে দেখা যাবে সঞ্জয় লীলা বনসালির বহুল প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’–এ।
ডিএম/রিয়া
আপনার মূল্যবান মতামত দিন: