‘নুর যেন সেই ছোট ছেলেটি যে মাইরও খায়, মাংসের টুকরাও পায়’
 প্রকাশিত: 
 ৩০ আগস্ট ২০২৫ ০৯:২৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৩:৪৮
                                সামাজিক মাধ্যমে সরগরম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে। গতকাল শনিবার তার আহত হওয়ার ঘটনায় নেটিজেনরা নিজেদের মন্তব্য প্রকাশ করছেন। এ তালিকায় আছেন জনপ্রিয় গীতিকার, সুরকার প্রিন্স মাহমুদ।
তবে নতুন করে কিছু লেখেননি প্রিন্স। নুরকে নিয়ে বছর কয়েক আগে একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টের একটি স্ক্রিনশট নিজের ফেসবুকে ফের প্রকাশ করেছেন তিনি।
আজ শনিবার সকালে পোস্ট করা প্রিন্স মাহমুদের ওই স্ক্রিনশটে লেখা, ‘নুর যেন একান্নবর্তী পরিবারের সেই ছোট ছেলেটি যে মাইরও খায়, আদরও পায়, আবার মাংসের বড় টুকরাগুলিও পায়।’
মন্তব্যের ঘরে এক নেটিজেনরা নিজেদের মত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘নূরের মাইর খাওয়া এবং দেওয়াও একটা ডিপ পলিটিক্স।’ অন্য একজনের কথায়, ‘ছিঁচকে লোভের জন্য সে নিজেকে সামলে নিতে পারে নাই।’
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন নুর। এরপর রক্তাক্ত অবস্থায় নুরকে তার নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: