সন্তান জন্মের পর অর্থ অভাবে গহনা বিক্রি করে দেন অপু বিশ্বাস
 প্রকাশিত: 
 ৩০ আগস্ট ২০২৫ ১৩:০৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৭:৪৭
                                ২০০৮ সালের গোপনে বিয়ে সেরেছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। বিয়ের পর তাঁদের ঘর আলো করে এক পুত্র সন্তান জন্ম নেন। তবুও কখনও টু শব্দটুকু করেননি এই তারকা জুটি। ২০১৭ সালের ১০ এপ্রিল হঠাৎ সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস।
জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু। সন্তানের খবর প্রকাশ্যে আসার এক বছরের মধ্যে দুইজনের সম্পর্কের সুত ছিড়ে যায়। সে সময় একমাত্র ছেলে সন্তানকে নিয়ে বেশ কষ্ট করতে হয়েছে অপুকে। অর্থকষ্টে কারণে নিজের স্বর্ণের গহনা বিক্রি করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অপু।
তিনি বলেন, ‘এই ঘটনাটি ঘটেছিল যখন জয় জন্মানোর পর তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কীভাবে হিসেব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।’
এক সময় নিদারুণ অর্থকষ্ট থেকে মুক্তি মেলে অপুর। সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আপনারা দেখবেন আমি অনেক বেশি স্বর্ণের গহনা পরি। স্বর্ণের গহনা আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই কোন স্বর্ণের গহনা পছন্দ হয়ে যেত কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনও কল্পনাও করিনি।’
সবশেষে ঢালিউড কুইন বলেন, ‘ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অংকের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেবার চেষ্টা করছি।’
বলে রাখা ভালো, অপুকে সবশেষ দেখা যায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়। এতে তাঁর বিপরীতে ছিলেন নিরব। সরকারি অনুদানের ছবি ছিল ‘ছায়াবৃক্ষ’। পরিচালক বন্ধন বিশ্বাস। এতে অপু-নিরব ছাড়াও অভিনয় করেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: