সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


ব্লাউজ ছাড়া শাড়িতে প্রভা, বড় পর্দায় অভিষেকের অপেক্ষায়


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১৭:৩৩

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০০

ছবি সংগৃহীত

দীর্ঘ সময়ের বিরতির পর আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি।

গাজীপুরের হোতাপাড়ায় শুটিং সেটে দেখা গেছে প্রভাকে। ব্লাউজ ছাড়া শাড়িতে একঝাঁক নারীর সঙ্গে তিনি দাঁড়ালেও চিনে নিতে দর্শকদের কষ্ট হয়নি। সেখানে তিনি অংশ নিচ্ছেন সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেনা পাওনা’-এর শুটিংয়ে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। এতে প্রভার চরিত্রের নাম নিরুপমা। তার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন মামনুন হাসান ইমন।

শুধু ‘দেনা পাওনা’ নয়, সরকারি অনুদান পাওয়া আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’-এর প্রথম লটের শুটিংও শেষ করেছেন তিনি। এতে তার সহশিল্পী এ বি এম সুমন।

নতুন দুটি সিনেমা নিয়ে প্রভা বলেন, ‘অনেক দিন আগেই এই সিনেমা দুটির সঙ্গে যুক্ত হয়েছি। তবে আগেভাগে জানাতে চাইনি পলিটিক্সের ভয়ে। যে কারণে শুটিংয়ে অংশ নিয়েই সুখবরটি সবার সঙ্গে ভাগাভাগি করছি। দুটি সিনেমাতেই নতুন চরিত্রে আমাকে দেখা যাবে। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে ‘দেনা পাওনা’ পেয়েছে ৫৫ লাখ টাকা অনুদান, আর ‘দুই পয়সার মানুষ’ পেয়েছে ৫৮ লাখ টাকা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top