বিয়ের আসরে হঠাৎ হাজির জাস্টিন বিবার, অবাক ভারতীয় কনে!
প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৭
আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১০

পপ-তারকা জাস্টিন বিবার হঠাৎই যোগ দিয়েছেন ভারতীয় বিয়েতে। লস অ্যাঞ্জেলেসে জমজমাট একটি বিয়ের অনুষ্ঠানে জাস্টিনকে দেখে অবাক হয়েছেন কনে নিজেও।
সুন্দর এই মুহূর্তটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধুই কি সকলকে চমকে দিয়েছেন গায়ক? নাহ, বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে কনে এবং তার বন্ধুদের সঙ্গে জমিয়ে ছবি তুলেছেন তিনি।
যদিও আকস্মিক এই ঘটনায় নতুন কনে ভেবে উঠতে পারছিলেন না ঠিক কী হচ্ছে। জাস্টিন বিবারকে চোখের সামনে দেখে তিনি যেন স্তম্ভিত। এরপরই সামলে নেন নিজেকে।
ভাইরাল পোস্টে জাস্টিনকে দেখা গেছে কনের সঙ্গে খোশমেজাজে গল্প করতে। বছর ৩০-এর এই গায়ক আচমকা বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মুহূর্তটিকে স্মরণীয় করে তুলেছেন।
জাস্টিনের হঠাৎই বিয়ের অনুষ্ঠানে আগমনের সেই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জাস্টিন বিবার তার বিয়েতে এক কনেকে অবাক করে দিয়েছেন।’
অন্যদিকে পুরো ঘটনা নিয়ে বিয়ের কনে লিখেছেন, ‘এরপরে আমি আর বিয়ে করব কী করে জানি না।’
জাস্টিনকে এভাবে বিয়ের অনুষ্ঠানে দেখে এক ভক্ত লিখেছেন, ‘কী সুন্দর মুহূর্ত।’ কেউ লিখেছেন, ‘আপনি খুব ভাগ্যবান, অন্যতম সেরা চমক এই বিয়ের উপহার।’ কেউ আবার আবদার করে বলেছেন, ‘জাস্টিন বিবার আপনি কিন্তু আমার বিয়েতেও আসবেন।’
জাস্টিনের কাছে অবশ্য ভারতীয় বিয়েতে অংশ নেওয়ার অভিজ্ঞতা নতুন নয়। তিনি গত বছরেও একটি হাই প্রোফাইল বিয়ের জন্য ভারতে এসেছিলেন। যেখানে তাকে বেশ কিছু হিট গান গাইতেও শোনা গিয়েছিল। মাত্র ২৪ ঘণ্টা ভারতে ছিলেন সেই সময়ে। যেখানে তাকে একদিনের পারর্ফম্যান্সের জন্য ১০ মিলিয়ন ডলার টাকা দেওয়া হয়েছিল বলে শোনা গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: