আইনি জটিলতায় সুহানা!
প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২০
আপডেট:
২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৭

বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। মুম্বইয়ের আলিবাগে একটি জমি কেনা নিয়ে সমস্যায় জড়িয়ে পড়লেন তিনি। বর্তমানে সুহানা তার পরবর্তী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পর করছেন।
এসবের মাঝে আলিবাগে একটি জমি কিনেছিলেন সুহানা। যে জমির দাম ১২ কোটি ৯১ লাখ রুপি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই জমির মালিকানা প্রশাসনের কাছে রয়েছে এবং এই জমি কেবল কৃষকদের কৃষিকাজের জন্য রাখা ছিল যা নিয়ে আইনি জটিলতায় রয়েছেন সুহানা।
প্রতিবেদনে আরও বলা হয়, এই জমি সুহানা কিনেছিলেন তিন বোন— অঞ্জলি, রেখা, প্রিয়ার থেকে। তারা এই জমি নাকি তাদের বাবা-মায়ের থেকে পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। কোনটা সত্যি তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।
৭৭ কোটি ৪৬ লাখ রুপি দিয়ে ইতোমধ্যেই জমির স্ট্যাম্প ডিউটি করেছেন সুহানা। এই জমি কেনার সময়ে নথিপত্রে সুহানাকে নাকি একজন কৃষক হিসেবে দেখানো হয়েছে। জমির মালিকানা নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হবে।
এটিই সুহানার নিজের কেনা প্রথম জমি ছিল। এই জমি কেনার এক বছরের মধ্যে আলিবাগে আরও একটি বাড়ি কিনেছিলেন সুহানা। সেই বাড়ির দাম ১০ কোটি টাকা।
উল্লেখ্য, এখনও পর্যন্ত সুহানা বা শাহরুখের তরফ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। কিছুদিন আগেই আরিয়ানের ‘ব্যাড্স অফ বলিউড’ সিরিজের ঝলক প্রকাশ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন সুহানা খান।
আপনার মূল্যবান মতামত দিন: