বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ১৮ই ভাদ্র ১৪৩২


এক ফ্রেমে মেহজাবীন-ভিকি, নেটিজেনদের প্রশ্ন ‘নিশো কই’


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৩

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০১

ছবি সংগৃহীত

আজ মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। সেখানে তার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন ভিকি জাহেদ ও মেহজাবীন চৌধুরী।

ভিকি-মেহজাবীন-শাকিলকে এক ফ্রেমে দেখে অনেকে খুঁজছেন আফরান নিশোকে। একজন লিখেছেন, ‘ভিকি- মেহু+নিশো।’ কারও মন্তব্য, ‘নিশো ভাই থাকলে আরও ভালো লাগত।’

আরেকজনের প্রশ্ন, ‘নিশো ভাই কই? ‘পুনর্জন্ম’ জ্বরে আক্রান্ত এক নেটিজেন লিখেছেন, ‘রাফসান হকের রান্না।’ বলে রাখা ভালো ‘পুনর্জন্ম’-এ নিশোর চরিত্রের নাম রাফসান হক। যে পেশায় একজন শেফ।

নির্মাতা-অভিনেত্রীর সঙ্গে প্রযোজক মিললেই নতুন কিছু রান্না হয়। কারও ধারণা এ ছবিও হয়তো নতুন কিছুর আভাস। একজন লিখেছেন, ‘ধামাকার অপেক্ষায়।’ কারও কথায়, ‘বড়সড় কিছু আসছে নাকি?’

ছবিটির পেছনের ঘটনা জানতে যোগাযোগ শাহরিয়ার শাকিলের সঙ্গে। ঢাকা মেইলকে শাকিল বললেন, ‘তেমন কিছু না। ওনারা (ভিকি জাহেদ-মেহজাবীন চৌধুরী) এসেছিলেন। নিছক আড্ডাবাজি দিতে দিতে ফ্রেমবন্দি হওয়া।’

সঙ্গে কিছুটা রহস্য রাখলেন প্রযোজক। তার কথায়, ‘আড্ডা থেকেই তো নতুন কাজ আসে। হতেও পারেও নতুন কিছুর আভাস। দেখা যাক।’

মুক্তির অপেক্ষায় আছে ভিকির নতুন ওয়েব সিরিজ ‘আঁকা’। এতে নিশোর বিপরীতে আছেন মাসুমা রহমান নাবিলা। অন্যদিকে মেহজাবীন নাম লিখিয়েছেন বড় পর্দায়। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে প্রশংসা ও পুরস্কার দুটোই ভরেছেন ঝুলিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top