নেপালে বিক্ষোভে বিনোদন তারকাদের সমর্থন, যা বললেন মনীষা
প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫
আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৯

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজপথে নেমেছে নেপালের তরুণসমাজ। সেই বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, দেশটির বিনোদনজগতের খ্যাতনামা তারকারাও সমর্থন জানিয়েছেন। আর তাতে আন্দোলনের গতি বৃদ্ধি পেয়েছে বলে জানায়।
অন্য তারকাদের মতো সম্মতি জানিয়েছেন নেপালিকন্যা বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে রক্তাক্ত জুতার ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— নেপালের জন্য ব্ল্যাক ডে।
অভিনেত্রী মনীষা কৈরালা ছাড়াও অভিনেতা-পরিচালক নিসচল বসনেত একটি ভিডিওবার্তায় জানিয়েছেন, রাজনৈতিক নেতারা ক্ষমতায় যাওয়ার পর নাগরিকদের ভুলে যান। তিনি বলেন, অতীতের বিক্ষোভের চেয়ে এবারকার আন্দোলন ভিন্ন। কারণ দেশের ভেতরের তরুণ নেপালিরাই নেতৃত্ব দিচ্ছে জবাবদিহির দাবি তোলায়।
এদিকে গায়ক ও অভিনেতা প্রকাশ সাপুতও আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন— তার দুই ভাইকে তিনি ২৫ হাজার রুপি করে পাঠিয়েছেন বিক্ষোভকারীদের জন্য পানি এবং খাবার সরবরাহের জন্য। তরুণদের শৃঙ্খলা বজায় রাখার এবং ক্লান্ত না হওয়ার পরামর্শ দেন এ গায়ক।
এ ছাড়া অভিনেত্রী কেকি অধিকারী, বর্ষা রাউত, অনমোল কেসি, প্রদীপ খাড়কা, ভোলারাজ সাপকোটা, বর্ষা শিবাকোটি এবং গায়িকা এলিনা চৌহান, রচনা রিমাল ও সমীক্ষা আধিকারীও আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তারা সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আপনার মূল্যবান মতামত দিন: