শুক্রবার, ২রা জানুয়ারী ২০২৬, ১৯শে পৌষ ১৪৩২


আফরান নিশো

আমার জার্নিটা অনেক কষ্টদায়ক


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৬

আপডেট:
২ জানুয়ারী ২০২৬ ০৭:১৪

ছবি : সংগৃহীত

সম্প্রতি কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ আরও কয়েকজন বিদেশি।

প্রথম তিনজনের নাম একসঙ্গে শুনলেই বোঝা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হওয়া ‘দম’ সিনেমার কথা। এবার এক সাক্ষাৎকারে ‘দম’ সিনেমার বিষয় বিস্তারিত কথা বলেছেন আফরান নিশো।

সাক্ষাৎকারে সিনেমার বিষয়ে আফরান নিশো বলেন, ‘রেদোয়ান রনির অনেক দিন পর কামব্যাক, খুবই ভালো একটা ছেলে ডেডিকেটেড। গল্প নিয়ে প্রচণ্ড ভাবছে। অনেকদিন ধরে লিখছে এবং দিস গোনা বি দ্য ফার্স্ট মানে সারভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে।

তার কথায়, ‘এটাই প্রথম এবং আমার গল্প মারাত্মক মানে কি অসম্ভভ পছন্দ হয়েছে। আমি শোনার পর ইনটু ক্যারেক্টারে চলে গেছি। খুবই বিউটিফুল স্টোরি এবং সেটা যদি শাকিল এবং রনি তারা যদি এক্সিকিউট করতে পারে তাহলে হয়তো বা খুবই অনবদ্য একটা গল্প হবে।’

আফরান নিশোর ভাষ্যে, ‘ভালো পারফর্মারদের লাগবে, ভালো পারফরম্যান্স আমাকে করতে হবে এবং আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, পীড়াদায়ক এবং প্রচন্ড মানে প্রচন্ড কষ্ট এবং স্ট্রাগল করতে হবে আমাকে ওই চরিত্রের জন্য।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top