শুক্রবার, ২রা জানুয়ারী ২০২৬, ১৮ই পৌষ ১৪৩২


গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৫ ১৫:২৯

আপডেট:
২ জানুয়ারী ২০২৬ ০৩:৩১

ফাইল ছবি

অভিনয় জগতে বরাবরই নিজের আত্মবিশ্বাস এবং সাহসিকতার ছাপ রেখেছেন গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তিনি যে কাজটি করলেন, তাতে নেটিজেন থেকে স্বামী নিক জোনাস সকলেই বেশ অবাক। সাদা টপ আর ডেনিম জিন্সে সেজে প্রিয়াঙ্কা এবার তার গলায় জড়ালেন আস্ত সাপ! আর সেই ছবি ও ভিডিও পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি প্রিয়াঙ্কা তার সোশ্যাল মিডিয়ায় সাপের সঙ্গে পোজ দেওয়া একাধিক ছবি ও একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তার স্বামী নিক জোনাসকে কৌতুক করে বলতে শোনা যায়, ‘তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।’ উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ।’

স্বামী নিকের খানিকটা ভয়ের অভিব্যক্তি যখন ভিডিওতে স্পষ্ট, ঠিক সেই মুহূর্তে প্রিয়াঙ্কাকে দেখা যায় বেশ মজার ছলে বিষয়টি উপভোগ করতে। অভিনেত্রী স্বাচ্ছন্দ্যে সাপের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলেও, নিক কিন্তু এসব থেকে নিজেকে দূরেই রাখলেন।

প্রিয়াঙ্কা তার অনুরাগীদের জন্য সাপের সঙ্গে তার পুরোনো কিছু ছবিও শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে তার গলায় হলুদ অজগর ঝুলতে দেখা যায়, আর অন্য একটি ছবিতে ছিল কালো রঙের সাপ। একটি ছবিতে আবার অভিনেত্রীকে হাতে কোবরা ধরে থাকতেও দেখা যায়। এসব দেখেই বোঝা যায়, সাপের প্রতি প্রিয়াঙ্কার কোনো ভয়ই নেই।

অভিনেত্রীর এমন সাহসিকতায় ভক্তরাও প্রশংসায় পঞ্চমুখ। একজন মন্তব্য করেছেন, ‘তুমি আনন্দ পাচ্ছো, কিন্তু নিকের মুখটা কি একবারও দেখেছো? তোমার সাহস দেখে আমি সত্যিই অবাক!’ অন্য একজন লিখেছেন, ‘প্রিয়াঙ্কা, তোমার এই ছবিটা আমাকে টানা তিন রাত তাড়া করে বেড়াবে।’ আরেক ভক্তের মন্তব্য, ‘তুমি খুব ভয়ঙ্কর কাজ করছো। আমি কিন্তু কেঁদে ফেলব।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top