ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি নিয়ে যা জানা গেল
প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৫ ১৮:২৫
আপডেট:
৪ নভেম্বর ২০২৫ ০১:৩৫
হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। ৮৯ বছর বয়সী এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন ভক্ত-অনুরাগীরা। অভিনেতার শারীরিক পরিস্থিতি বিষয়ে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী হেমা মালিনী।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে এবং রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় তড়িঘড়ি অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে অভিনেতার ঘনিষ্ঠ মহল এবং হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ধর্মেন্দ্রর স্বাস্থ্য এখন স্থিতিশীল এবং উদ্বেগের কোনো কারণ নেই। কেউ কেউ বলছেন, এটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই করা হয়েছে। এদিকে সোমবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় হেমা মালিনীকে।
হালকা গোলাপি-সাদা চুড়িদার পরা অভিনেত্রীকে দেখতে পেয়েই ছুটে যান পাপারাজ্জিরা। বরাবরের মতো হাসিমুখে হাত নাড়তেই পাপারাজ্জিরা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করেন। উত্তরে হেমা মালিনী কেবল মাথা নেড়ে বুঝিয়ে দেন, ভালো আছেন। স্বামীর সুস্থতার এই খবর পেয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্ত-অনুরাগীরা।
তবে, ধর্মেন্দ্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও হেমা মালিনী কেন সেজেগুজে বাইরে যাচ্ছেন, সেই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকারও হতে হচ্ছে অভিনেত্রীকে।
নেটিজেনদের একাংশ কটাক্ষ করে লিখেছেন, ‘আপনার স্বামী অসুস্থ আর আপনি বাইরে যাচ্ছেন?’ কেউ লিখেছেন, ‘তিনি কী ভাবেই বা জানবেন ধর্মেন্দ্র কেমন আছেন? তার নিজের জন্যই তো সময় নেই।’

আপনার মূল্যবান মতামত দিন: