শুক্রবার, ২রা জানুয়ারী ২০২৬, ১৮ই পৌষ ১৪৩২


কোটি টাকার সিনেমার চেয়ে ভ্লগ করে বেশি আয় করছেন ফারাহ খান


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৫ ২০:০৭

আপডেট:
২ জানুয়ারী ২০২৬ ০৫:২০

ফাইল ছবি

বলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। শুরুতে নৃত্য প্রশিক্ষক হিসেবে হৃতিক রোশন থেকে শাহরুখ খান- সবার নাচের গুরু ছিলেন তিনি। এরপর ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’-এর মতো সুপারহিট সিনেমা দিয়ে পরিচালনায় এসেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।

কিন্তু সম্প্রতি তার নেওয়া একটি সিদ্ধান্ত যেন চমকে দিল তার ভক্তদের। প্রায় তিন দশকের সফল কর্মজীবন সামলে এখন নিয়মিত হয়েছেন ভ্লগিংয়ে।

ফারাহর দুটি সিনেমা মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে। তার মধ্যে ‘তিস্‌ মার খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’। এতে ফারাহর অনেক টাকার ক্ষতি হয়। তবে নৃত্যপ্রশিক্ষক হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন।

ফারাহ জানান, একটা সময় যখন আর সফল ছবি দিতে পারছিলেন না, তখন বাড়িতে বসে ইউটিউবে চ্যানেল খোলার কথা মাথায় আসে তার। তিনি তার বাড়ির রাঁধুনিকে নিয়ে শুরু করেন ‘ভ্লগিং’। সেটাই যেন মনে ধরে যায় দর্শকদের।

এই নির্মাতা এও জানান, বর্তমানে ‘ভ্লগিং’ থেকে যা উপার্জন করেন, তা ৩০০ কোটির সিনেমার সাফল্যের থেকেও বেশি। তিনি ঠিক কতটা উপার্জন করেন, সেই বিষয়ে সরাসরি কিছু না জানালেও ইউটিউবের ‘ব্র্যান্ড কোলাবরেশন’ করলে তার পারিশ্রমিক নাকি ৫০ লক্ষ থেকে ২ কোটি রুপি।

এদিকে পরিচালনা ছেড়ে ‘ভ্লগ’ করার কারণ হিসেবে ফারাহ বলেন, ‘আমার ছবি চলছিল না। সেই সময়ে মনে হল ইউটিউবে চ্যানেল খুলি। আমার কাজ ভাল লেগে যায় দর্শকের। এ ছাড়াও আমার তিন ছেলেমেয়ে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে যাবে পড়তে। সেটার বিশাল একটা খরচ রয়েছে। সেই জন্যই এই কাজটা শুরু করি।’ এই বলিউড তারকা এও জানান, যদি শরীর সায় দেয়, তা হলে তিনি ৮০ বছর পর্যন্ত কাজ করে যাবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top