শরীরী উত্তাপ ছড়াচ্ছেন শুভশ্রী!
প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২১ ০৪:৪১
আপডেট:
২২ আগস্ট ২০২৫ ০৫:২৮

কখনো কালো অন্তর্বাসের ওপর কালো নেটের পোশাক, উন্মুক্ত উরু; কখনো লাল গাউনে হাস্যোজ্বল মুখ, আবার কখনো কালো স্লিভলেস টপসে শরীরী উত্তাপ ছড়িয়ে দিচ্ছেন শুভশ্রী। তার এমন অবিশ্বাস্য পরিবর্তন দেখে অনুসারীদের চক্ষু চড়ক গাছ!
সম্প্রতি বেশ কয়েকটি ফটোশুট করেছেন শুভশ্রী। এগুলোতে খোলামেলা, সাহসী রূপেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার বোল্ড অবতারে কুপোকাত হচ্ছেন ভক্তরা।
বাঙালি নায়িকাদের ক্ষেত্রে মা হওয়ার পর নিজের ফিটনেস ফিরিয়ে এনে আরও বেশি গ্ল্যামারাস রূপে হাজির হওয়ার বিরল ঘটনার রচয়িতা টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
গত বছর পুত্র সন্তানের মা হয়েছেন শুভশ্রী। মাতৃত্বের কারণে অনেকটা মুটিয়ে গিয়েছিলেন। এখন আবার নিজেকে ফিরিয়ে এনেছেন চোখ ধাঁধানো রূপে।
আপনার মূল্যবান মতামত দিন: