করোনা উপসর্গে পরিবর্তন
প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২০ ১৭:৪৪
আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৮
শুধু জ্বর, সর্দি-কাশির মধ্যে করোনার উপসর্গ সীমাবদ্ধ নেই। এখন রক্তচাপের অস্বাভাবিক ওঠানামা, অবসাদ, পেটে সমস্যাসহ আরও বেশকিছু উপসর্গ যোগ হয়েছে।
চিকিৎসকরা বলছেন, উপসর্গের এই পরিবর্তন গেলো মাস দুয়েক ধরে দেখছেন তারা। অবশ্য এই পরিবর্তন যে করোনাভাইরাসের মিউটেশনের জন্যে হচ্ছে এমনটা মনে করেন না বিজ্ঞানীরা।
অনেক রোগীরই জ্বর-কাশি নেই; কিন্তু অবসাদ-ক্লান্তি, রক্তচাপের অস্বাভাবিক ওঠা-নামা, পেটে সমস্যা এমনকি কিডনি জটিলতা নিয়ে যাচ্ছেন, চিকিৎসকদের কাছে। পরে টেস্টে মিলছে করোনাভাইরাসের উপস্থিতি। এক বক্ষব্যাধি বিশেষজ্ঞ বলছেন, কারণ না জানা গেলেও; করোনার উপসর্গ যে বদলাচ্ছে এতে কোন সন্দেহ নেই।
শুধু বাংলাদেশেই নয়- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও সরাচরের বাইরে কোভিডের ভিন্ন উপসর্গ পেয়েছেন চিকিৎসকরা। সেখানে মাথা ব্যথা, র্যাশ ওঠা, লাল চোখ অনেকের আবার শ্রবণশক্তিও কমেছে।
আপনার মূল্যবান মতামত দিন: