মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


জাতিসংঘের শীর্ষ আদালতে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যার অভিযোগে মামলা চলছে

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে মিয়ানমারে ১৫০ রোহিঙ্গা আটক


প্রকাশিত:
২৫ মার্চ ২০২৩ ২২:৪৩

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৭:১৭

 ফাইল ছবি

মিয়ানমারে প্রায় ১৫০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। মিয়ানমারের এক কর্মকর্তা শুক্রবার (২৪ মার্চ) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় থানবিউজায়াত পৌরসভায় নারী, পুরুষ ও শিশুদের একটি দলকে আটক করা হয়।

তবে বিভিন্ন প্রাথমিক প্রতিবেদনের বরাতে এএফপি জানায়, রোহিঙ্গাদের দলটি পশ্চিম রাখাইন রাজ্য থেকে নৌকায় করে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় চলে যেতে চেয়েছিল।

রোহিঙ্গা দলটিকে পাচারের চেষ্টার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া আরও ৩০জনকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে। তবে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য নন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top