মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


পশ্চিমবঙ্গে সপ্তম দফার ভোটগ্রহণ শুরু


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২১ ১৭:৩৯

আপডেট:
২১ মে ২০২৪ ০০:১৮

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সোমবার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয়ে গেছে সপ্তম দফার ভোটগ্রহণ।

এই দফায় ৩৬ আসনে ভোট হওয়ার কথা থাকলেও দুই প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সমশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটগ্রহণ হবে ১৬ মে। খবর আনন্দবাজার পত্রিকার।

দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতার মোট ৩৪টি আসনের নিরাপত্তায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর ৭৯৬টি কোম্পানি। এর মধ্যে শুধু ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬৫৩ কোম্পানি।

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার আসানসোল-দুর্গাপুরে ১৫৪, দক্ষিণ দিনাজপুরে ১০৮, জঙ্গিপুরে ১০২, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর ১০২টি কোম্পানি মোতায়েন রয়েছে।

কলকাতা দক্ষিণের চারটি আসনে মোতায়েন আছে ৬৩ কোম্পানি, আর মালদহ জেলায় ১২২ কোম্পানি।

ষষ্ঠ দফার মতো সোমবারের ভোটেও সাড়ে ছয় শতাধিক সেক্টর অফিস রয়েছে। প্রতিটি সেক্টর অফিসে একজন এসআই বা এএসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তা দায়িত্বে আছেন। সঙ্গে রয়েছেন চারজন করে কনস্টেবল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top