সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বহরে ইসরায়েলের হামলা, নিহত ৭০


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৩ ১১:৩১

আপডেট:
১২ মে ২০২৫ ২২:৫৪

গাজায় বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। ছবি: ইপিএ

গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাড়িবহরে বোমা ফেলেছে ইসরায়েল। এতে অন্তত ৭০ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন গাজা ছেড়ে পালানোর সময় বেসামরিকদের একটি গাড়িবহরে বিমান হামলা চালায় ইসরায়েল।

চলমান সংঘাতে হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ ইসরায়েলি নিহত এবং ৩ হাজার ২৯৭ জন আহত হয়েছে। অন্যদিকে, ইসরায়েলের হামলায় ৬১৪ শিশুসহ ১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ৭ হাজার ৬৯৬ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলের বিমান হামলায় ১৩ জিম্মি নিহত হয়েছে দাবি করেছে হামাস। এর আগে গাজার উত্তরাঞ্চল থেকে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ ফিলিস্তিনিকে সরে যেতে বলে ইসরায়েল। এমনকি আকাশ থেকে ফেলা হচ্ছে লিফলেটও। এমন ঘোষণার পর শুক্রবার ওই এলাকার অনেক বাসিন্দা বাড়িঘর ছাড়তে শুরু করেন। তবে বেশিরভাগই ইসরায়েলের নির্দেশ মানেননি।

গাজার উত্তরাঞ্চলের ১১ লাখ বাসিন্দা রয়েছেন বলে জানা যায়। হামাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এখান থেকে সবাইকে সরে যেতে বলা হয়েছে। তবে ইসরায়েলের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ৮ম দিনে গড়িয়েছে। ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এ যেন মৃত্যু আর আতঙ্কের উপত্যকা। আকাশে যুদ্ধবিমানের বিকট শব্দ। চারদিকে বিধ্বস্ত ভবনের ইট-পাথর।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, দেশটিতে ইসরায়েলের বোমা হামলায় আরও সাড়ে ৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে ৪৯ জন এবং লেবাননে ৬ জনের মৃত্যু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top