শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩১


প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৩ ১৮:২৬

আপডেট:
১০ মে ২০২৪ ০১:০৪

ছবি: এএফপি/ইন্ডিপেন্ডেন্ট

চীনের গ্যাঙসু প্রদেশে ভয়াবহ এক ভূমিকম্পে নিহত বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। সোমবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে এছাড়া আরও শতাধিক মানুষ আহত হয়েছে। বহু বাড়ি বিধ্বস্ত হয়েছে।

গত সোমবার রাত ১১.৫৯ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি আঘাত হানে। এটির উৎপত্তিস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝোর ১০২ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। খবর আনাদুলু এজেন্সির

ভূমিকম্প আঘাত হানার পর কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, ধসে পড়া ভবনগুলোর ছাদ ধসে পড়েছে। এরই মধ্যে শুরু হয়েছে জরুরি উদ্ধারকাজ। তবে শুরু থেকেই প্রচণ্ড ঠাণ্ডায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলেছেন, এই ভূমিকম্পটির মাত্রা বেশি ছিল। গভীরতা ছিল কম। এ কারণে হতাহতসহ ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

গানসু ব্লু স্কাই রেসকিউ টিমের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির একটি কারণ হলো, এলাকাটির অনেক বাড়ি মাটি দিয়ে তৈরি, তা ছাড়া এলাকাটির বাড়িঘরও অনেক পুরোনো।

চীনে এ ধরনের ভূমিকম্প স্বাভাবিক ঘটনা। চলতি বছরের আগস্টে দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কেউ নিহত না হলেও ২৩ জন আহত হন। সে সময়ও ধসে পড়ে বেশ কিছু ভবন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভূমিকম্পের পর সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top