রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন


প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৪ ১৫:৪২

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ১২:০২

ফাইল ছবি

সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে ভারতীয় রুপি। মার্কিন ডলারের বিপরীতে সোমবার (১১ নভেম্বর) ভারতীয় রুপির বিনিময় হার আরও ১ পয়সা কমে গেছে।

এতে করে ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৩৮ রুপিতে পৌঁছেছে। আর এর ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে গেল।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার আরও ৫ পয়সা কমে যায়। তাতে ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছিল ৮৪ দশমিক ৩৭ রুপি। সোমবারের আগ পর্যন্ত এটিই ছিল মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বকালের সর্বনিম্ন দাম।

কিন্তু সপ্তাহ শুরুর দিন সোমবার দিনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি আরও ১ পয়সা কমে গেলে ভারতীয় এই মুদ্রার মান সর্বকালের সর্বনিম্ন ৮৪ দশমিক ৩৮ রুপিতে নেমে যায়। ফরেক্স ব্যবসায়ীরা বলছেন, ডলার সূচকে ওঠা-নামা না হলে বা বিদেশি তহবিলের প্রবাহে মন্দা না হলে রুপির চাপে থাকার আশঙ্কা রয়েছে।

এদিকে মার্কিন ডলারের বিপরীতে রুপির দামের পতন ঠেকাতে বৈদেশিক রিজার্ভ থেকে বিপুল অর্থ বিক্রি করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। কিন্তু তা সত্ত্বেও নিম্নমুখী রয়েছে রুপির সূচক।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ডলারের বিপরীতে রুপির দামের পতন ঠেকাতে ২ হাজার ৬০০ কোটি ডলার বিক্রি করেছে আরবিআই। গত সেপ্টেম্বরের শেষ থেকে এই ডলার বিক্রি শুরু করে ভারতের এই কেন্দ্রীয় ব্যাংক। ভারতীয় মুদ্রাকে শক্তিশালী করতে গত এক মাসের মধ্যেই ওই পরিমাণ ডলার বিক্রি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মূলত চলতি নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতেই বিশ্ব বাজারে শক্তিশালী হতে শুরু করে ডলার। ফলে অনেকটা নেমে যায় ভারতীয় রুপির মূল্য।

প্রসঙ্গত, রুপির মূল্যবৃদ্ধি করার লক্ষ্যে ডলার কিনতে এবং রুপির অবমূল্যায়ন থামাতে ডলার বিক্রি করতে পারে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই। বিশেষজ্ঞদের দাবি, গত কয়েক মাস ধরে এই দুটি কাজই করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। প্রথমে রুপির দ্রুত মূল্যায়ন বন্ধ করতে ডলার কিনে নেয় আরবিআই। পরবর্তীতে মুদ্রার দাম পড়তে শুরু করায় মার্কিন ডলার বিক্রি করা শুরু করে রিজার্ভ ব্যাংক।

আরবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ সেপ্টেম্বর ডলারের বিপরীতে ৮৩ দশমিক ৯৭ রুপিতে নেমে যায় ভারতীয় মুদ্রা। কিন্তু ২০ সেপ্টেম্বরের মধ্যেই দাম বৃদ্ধি পাওয়ায় তা ফের ৮৩ দশমিক ৪৯ রুপিতে চলে আসে। এরপর রিজার্ভ ব্যাংক ডলার কিনতে শুরু করলে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়তে শুরু করে।

অবশ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও রুপির দামের পতন আটকানো যায়নি। গত ২৭ সেপ্টেম্বর ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম দাঁড়ায় ৮৩ দশমিক ৬৭ রুপিতে। এই দর নামতে নামতে গত শুক্রবার আরও কমে ৮৪ দশমিক ৩৪ রুপিতে নেমে যায়।

আর সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে বিনিময় হার আরও কমে ভারতীয় রুপির মান পৌঁছাল সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top