বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ১০৫ ফিলিস্তিনি নিহত


প্রকাশিত:
৯ জুলাই ২০২৫ ১৭:১৫

আপডেট:
৯ জুলাই ২০২৫ ২১:৫১

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে অন্তত ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও পাঁচশতাধিক মানুষ।

বুধবার (০৯ জুলাই) টেলিগ্রামে প্রকাশিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৩০ জন আহত হয়েছেন। এনিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৮০ জন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪০৯ জনে।

মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গাজা সিটিতে আল-শাতি শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ শিশুসহ ১০ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে।

গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে বুরেইজ ও নুসাইরাত ক্যাম্প এবং দেইর আল-বালাহতে তিনটি বাড়িতে ইসরায়েলি হামলায় একজন বাবা ও তার ছেলেসহ চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-আতার জংশনের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে চালানো এক হামলায় শিশুসহ আরও ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-নামসাবি এলাকায় একটি বাস্তুচ্যুত তাঁবুতে পৃথক হামলায় আরও দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এতে আরও বলা হয়েছে, হতাহতদের মধ্যে মার্কিন ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান সাতজন। আহত হয়েছেন আরও ৫৭ জন।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৬ মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর এই ‘মৃত্যুর ফাঁদে’ এখন পর্যন্ত কমপক্ষে ৭৭৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও ৩৯ জন এখনো নিখোঁজ হয়েছেন।

সূত্র: আলজাজিরা

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top