সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতে নিহত বেড়ে ৯৪০
প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫ ২০:১৩
আপডেট:
২০ জুলাই ২০২৫ ০০:৩৪

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া যোদ্ধা ও সুন্নি বেদুইন উপজাতিদের মাঝে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪০ জনে পৌঁছেছে। শনিবার যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। যদিও এই সাম্প্রদায়িক সংঘাতের অবসানে সুইদায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকার।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘‘সাম্প্রদায়িক সহিংসতায় নিহতদের মধ্যে ৩২৬ জন দ্রুজ যোদ্ধা ও ২৬২ জন দ্রুজ বেসামরিক নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ১৮২ জনকে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা সরাসরি হত্যা করেছেন।’’
এছাড়া এই সংঘাতে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ৩১২ সদস্য ও ২১ সুন্নি বেদুইন নিহত হয়েছেন। আর এই সংঘাতে দ্রুজদের রক্ষায় ইসরায়েলের সামরিক বাহিনীর চালানো হামলায় সিরিয়ার সেনাবাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাটি।
গত কয়েক দিন ধরে চলা সুইদার সাম্প্রদায়িক সংঘাতের অবসানে ইসরায়েল ও সিরিয়ার সরকারের মাঝে একটি যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। এর মাঝেই এই সংঘাতে নিহতের সংখ্যা বৃদ্ধির তথ্য প্রকাশ করা হয়েছে।
এর আগে, গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এ সময় সিরীয় সেনাবাহিনীর সদর দপ্তরকেও লক্ষ্যবস্তু বানায় ইসরায়েলের সেনাবাহিনী।
সিরিয়া-বিষয়ক মার্কিন প্রতিনিধি টম ব্যারাক বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন সিরিয়ার নেতা আহমেদ আল-শারা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্যারাক বলেছেন, এই চুক্তিতে আল-শারার গুরুত্বপূর্ণ মিত্র তুরস্ক ও প্রতিবেশী দেশ জর্ডানও সমর্থন জানিয়েছে।
সূত্র: এএফপি।
আপনার মূল্যবান মতামত দিন: