রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২


বন্ধুর মরদেহের পাশে লাউড স্পিকার ছেড়ে নাচলেন আরেক বন্ধু


প্রকাশিত:
৩ আগস্ট ২০২৫ ১৭:৫৭

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৭:৫৮

ছবি ‍সংগৃহিত

মারা গেছেন… তাকে বিদায় জানাতে জড়ো হয়েছেন আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী ও বন্ধুবান্ধব। তবে মারা যাওয়া ব্যক্তির পাশে লাউড স্পিকার ছেড়ে নাচা শুরু করেন তার বন্ধু। তার দাবি, বন্ধুর শেষ ইচ্ছা পূরণ করতেই তিনি মরদেহের পাশে লাউড স্পিকার ছেড়ে নেচেছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মান্দসৌরে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ৫১ বছর বয়সী আম্বালাল প্রজাপতি লাউড স্পিকারে গানের তালে তালে নাচছেন। তার ঠিক পাশেই রাখা হয়েছে তার বন্ধু ৭১ বছর বয়সী সোহানলাল জৈনর মরদেহ।

আম্বালাল প্রজাপতি যখন নাচছিলেন তখন তার হাতে একটি কাগজ দেখা যায়। এটি মৃত সোহানলালের চিঠি বলে জানান তার বন্ধু প্রজাপতি।

তিনি যখন বন্ধুর ইচ্ছা পূরণে নাচছিলেন তখন আশপাশের মানুষ চুপ করে তা দেখছিলেন।

আম্বালাল প্রজাপতি বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, “আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম তার শেষ যাত্রায় আমি নাচব। আমি নেচেছি। সে আমার বন্ধুর চেয়ে বেশি ছিল। সে আমার আমার ছায়ার মতো ছিল।”

সেখানে উপস্থিত থাকা পন্ডিত রাকেশ শর্মা পিটিআইকে বলেছেন, “এমন বন্ধন খুবই বিরল। সোহানলাল আম্বালালকে তার মৃত্যুর পর নাচতে বলেছিলেন। আম্বালাল তার ইচ্ছা পূরণ করেছেন। এ বন্ধুত্ব বেঁচে থাকুক।”

এদিকে সোহানলাল ওই চিঠিতে লিখেছেন, “আম্বালাল এবং শঙ্করলাল আমার মরদেহের সামনে একসঙ্গে নাচবে। যদি আমি জেনে না জেনে কোনো ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন।”

আম্বালাল প্রজাপতি জানিয়েছেন, সোহানলাল দুই বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। রাতলামে তার চিকিৎসা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত ক্যানসারের কাছে হেরে গেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top