বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২


নতুন ২১ বাংলাদেশির তালিকা, পশ্চিমবঙ্গে ফের চাঞ্চল্য


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ১০:৪৯

আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ১২:৪৪

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গে আবারো চাঞ্চল্য তৈরি হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের নতুন তথ্যের কারণে।

রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে ২১ জন বাংলাদেশি নাগরিকের তালিকা, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় নথি ব্যবহার করছেন।

এদের সবার হাতে বাংলাদেশের বৈধ পাসপোর্ট থাকলেও, অধিকাংশের কাছ থেকে অবৈধভাবে প্রাপ্ত ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং এমনকি কারও কারও কাছে ভারতীয় পাসপোর্টও উদ্ধার হয়েছে।

তালিকার বিশ্লেষণে জানা গেছে, কেউ কেউ ২০১৭ সাল থেকে ট্যুরিস্ট ভিসায় ভারতে বসবাস করছিলেন। অনেকে বেহালায় জমিও কিনে ফেলেছেন। এছাড়াও কিছু ব্যক্তি মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে এসেছিলেন এবং পরে পরিবারের বাকি সদস্যদের অবৈধ পথে দেশে প্রবেশ করানোর ব্যবস্থা করেছিলেন।

বনগাঁ সীমান্ত পেরিয়ে অনেকে অবৈধভাবে দেশে প্রবেশ করেছে। অভিবাসন দফতরের কাউন্টারে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভারতীয় নথি উদ্ধার হওয়ায় এই ঘটনা প্রকাশ্যে এসেছে।

এর আগে ৫ অগাস্ট একইভাবে আরও ৬ জন বাংলাদেশি নাগরিকের তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছিল। প্রত্যেকের ভারতীয় নথি বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে চলমান বিশেষ ইনটেনসিভ রিভিশন (SIR) কর্মসূচির মধ্যে এই ঘটনা আরও গুরুত্ব পেয়েছে।

রাজ্য এবং দেশের রাজনৈতিক মহল মনে করছে, অবৈধ অনুপ্রবেশ এবং ভূতুড়ে ভোটারের এই ইস্যু আগামী দিনে রাজ্যের নির্বাচনী রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top