বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২


‘মেঘ বিস্ফোরণে’ ভারতে ১০ জনের মৃত্যুর শঙ্কা, বহু হতাহত


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ১৫:৪১

আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ২১:০৯

ছবি সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জম্মু কাশ্মিরের চাশোটিতে ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে। এরপর সেখানে উদ্ধারকর্মীরা ছুটে যান। উদ্ধারকারীদের বেশ কয়েকজন মানুষকে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।

বার্তাসংস্থা পিটিআইকে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, তারা মেঘ বিস্ফোরণ ১০ জনের মৃত্যুর শঙ্কা করছেন।

মেঘ বিস্ফোরণের ইংরেজি শব্দ ‘ক্লাউড ব্রাস্ট’। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। যখন কোথাও হঠাৎ করে মেঘ জমে যায় এবং এর প্রভাবে খুবই কম সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হয় তখন এটিকে ক্লাউড ব্রাস্ট বলা হয়। অল্প সময়ের মধ্যে সাধারণের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ায় আক্রান্ত অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। যা চোখের পলকে নিচু এলাকার সব কিছু ভাসিয়ে নিয়ে যায়।

জম্মু কাশ্মিরে প্রতিবছর কিসওয়ারের মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানের বার্ষিক যাত্রা হয়। এই তীর্থস্থানে যেতে চাশোটি হয়ে যেতে হয়। চাশোটি হলো তীর্থস্থানে যাত্রা শুরুর স্থান। অঞ্চলটি বেশ দুর্গম। এই চাশোটি গ্রামের পর আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যার কারণে এবারের বার্ষিক যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

জম্মু ও কাশ্মিরের লেফটেনেন্ট গভর্নর মনোজ সিনহা পুলিশ, সেনাবাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে উদ্ধার অভিযানে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top