বুধবার, ১৫ই অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন ১৪৩২


তেলের ক্রেতা ‘ভারতকে হারিয়েছে’ রাশিয়া, বললেন ট্রাম্প


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১১:০৬

আপডেট:
১৫ অক্টোবর ২০২৫ ০৬:৫৬

ছবি সংগৃহীত

ভারতের ওপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করায় দেশটি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার তেল কেনার ‘অপরাধে’ গত ৬ আগস্ট ভারতের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এতে করে দেশটির ওপর মার্কিন শুল্কের পরিমাণ ৫০ শতাংশে দাঁড়ায়।

তেলের ক্রেতা হিসেবে রাশিয়া ভারতকে হারিয়েছে এমন মন্তব্য করে ট্রাম্প গতকাল শুক্রবার (১৫ আগস্ট) ফক্স নিউজকে বলেন, “পুতিন তেলের একটি ক্রেতা হারিয়েছে। যেমনটা বলা যায়, ভারত। তারা ৪০ শতাংশ তেল আমদানি করছিল। চীন, আপনার জানেন অনেক তেল আমদানি করছে।”

তবে কোনো দেশের ওপর রাশিয়ার তেল কেনার জন্য আর বাড়তি শুল্ক আরোপ করবেন না এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, “যদি আমি সেকেন্ডারি নিষেধাজ্ঞা, অথবা সেকেন্ডারি শুল্ক আরোপ করি, তাদের দৃষ্টিকোণ থেকে এটি হবে বিপর্যয়কর। যদি আমার বাড়তি শুল্ক আরোপ করতে হয়, আমি করব। কিন্তু আমার এটি হয়ত করতে হবে না।”

এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ককে অন্যায্য হিসেবে অভিহিত করেছে ভারত। দেশটি বলেছে, তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষায় যা করার তাই করবে। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, তারা ‘অর্থনৈতিক চাপে’ পিছু হটবেন না।

আগামী ১৮ আগস্ট থেকে ভারতের ওপর এই শুল্ক কার্যকর হবে। তবে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি।

গতকাল ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেন। এ বৈঠকের পর দুই দেশের সম্পর্ক কিছুটা ‘শীতল’ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের প্রভাবে ভারতের ওপর থেকে যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক প্রত্যাহার করে নেবে কি না সেটি স্পষ্ট নয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top