মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


মার্চে ‘শহীদ সোলেইমানি’ উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১৫:২০

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ১৫:৪৯

ছবি সংগৃহীত

২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ‘শহীদ সোলেইমানি’ ন্যারোব্যান্ড নক্ষত্রমণ্ডল থেকে উপগ্রহের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে তেহরান। দেশটির মহাকাশ সংস্থা এ ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য যে, ইরানি বর্ষপঞ্জি বা সৌর হিজরি বর্ষপঞ্জি, ইরান ও আফগানিস্তানের জাতীয় বর্ষপঞ্জি। এটি একটি সৌর বর্ষপঞ্জি, যা বসন্ত বিষুব বা মহাবিষুব থেকে শুরু হয়। এটি গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সঙ্গে সম্পর্কিত এবং সাধারণত ২১শে মার্চ তারিখে শুরু হয়। নওরোজ, যা ফার্সি নববর্ষ, এই বর্ষপঞ্জির প্রথম দিন।

এক প্রতিবেদনে ইরানি সংবাদ সংস্থা তাসনিম বলছে, ২০২৬ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে এমন ২০টি উপগ্রহ প্রকল্পের প্রাথমিক পদক্ষেপ এটি।

ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ বলেন, ‘শহীদ সোলেইমানি’ প্রকল্পটি দেশের প্রথম ন্যারোব্যান্ড উপগ্রহ নক্ষত্রমণ্ডল, যা সম্পূর্ণ দেশীয় দক্ষতা ব্যবহার করে ইন্টারনেট অফ থিংস (আইওটি) পরিষেবা সম্প্রসারণের জন্য ডিজাইন করা হয়েছে।

তিনি ব্যাখ্যা করেন, প্রায় ২০টি উপগ্রহ তৈরি করা হবে এবং সারা দেশে ন্যারোব্যান্ড যোগাযোগ প্রদানের জন্য বিভিন্ন প্রবণতাসহ কক্ষপথে স্থাপন করা হবে।

সালারিয়েহ বলেন, ‘নক্ষত্রমণ্ডলের নকশা পর্ব ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে শুরু হয়েছিল এবং বেশিরভাগ সাবসিস্টেম এখন নির্মাণাধীন। প্রকল্পটি বেসরকারি এবং রাষ্ট্রীয় সংস্থার একটি কনসোর্টিয়ামের মাধ্যমে পরিচালিত হচ্ছে।’

তার ভাষ্য, প্রাথমিক পরীক্ষা চালানোর জন্য এই বছরের জন্য প্রোটোটাইপ উপগ্রহের পরীক্ষামূলক উৎক্ষেপণ নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালে প্রধান স্যাটেলাইট তৈরি করা হবে, ২০২৫ সালের শেষের দিকে পূর্ণাঙ্গ উৎক্ষেপণ শুরু হবে এবং ২০২৬ সাল পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে।

সালারিয়েহ উল্লেখ করেন, মহাকাশ প্রকল্পের প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে বিলম্ব হতে পারে, যা এই শিল্পে খুবই স্বাভাবিক।

তবুও তিনি জোর দিয়ে বলেন, সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক এবং ইরানের প্রথম দেশীয়ভাবে উন্নত স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ শীঘ্রই কক্ষপথে পৌঁছাবে, যা দেশের বৃহত্তর টেলিযোগাযোগ নেটওয়ার্কের ভিত্তি স্থাপন করবে।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top