মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


রাশিয়ার ট্রেনে ইউক্রেনের হামলা, ‘বেঁচে নেই কেউ’


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ২১:০২

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ২৩:৪৩

ছবি সংগৃহীত

রাশিয়ার জ্বালানীবাহী একটি হামলা চালিয়েছে ইউক্রেনের নাশকতাকারীরা। ইউক্রেনপন্থি সূত্র জানিয়েছে, ভিন্নধর্মী এ হামলা চালানো হয়েছে রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া অঞ্চলে।

সেন্টার ফর দ্য স্টাডি অব অকোপেশনের পেত্রো আন্দ্রেওইসেচেঙ্কো টেলিগ্রাম চ্যানেলে ইঙ্গিত দিয়েছেন হামলায় ট্রেনে থাকা সবাই নিহত হয়েছেন। তিনি বলেছেন, “জীবিত কোনো কিছু (ট্রেনে) রাখা হয়নি।”

হামলা ও হতাহত এড়াতে রুশ বাহিনী রাতের বেলা জ্বালানি ও অন্যান্য কাজ করে বলে দাবি করেন তিনি। তবে তা সত্ত্বেও ইউক্রেনের নাশকতাকারীরা সফলভাবে ট্রেনে হামলা চালিয়েছে জানিয়ে তিনি লিখেছেন, “যারা জিজ্ঞেস করেছিল কেন রুশরা জ্বালানি ও গাড়ি রাতে পরিবহণ করছিল। এ কারণেই। যেন ক্ষয়ক্ষতি এড়ানে যায়। কিন্তু তাদের এ কৌশল কাজে আসেনি। ট্রেনে হামলা ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক অনন্য অভিযান।”

সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ট্রেনটির একাধিক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে।

হামলার ব্যাপারে ইউক্রেন বা রাশিয়ার সরকারের কেউ কোনো মন্তব্য করেনি।

জানা গেছে, হামলায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এটি জাপোরিঝিয়া অঞ্চলের উরোজায়াঙ্ক এবং তোকমাকের মাঝামাঝি জায়গায় হামলার শিকার হয়। তবে হামলাটি কীভাবে চালানো হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়।

যেখানে হামলাটি হয়েছে সেটি ইউক্রেনীয় সেনাদের অবস্থান থেকে অনেক দূরে এবং গভীরে। এরআগেও ইউক্রেন নিজেদের নিয়ন্ত্রণের বাইরের অঞ্চলে বড় বড় হামলা চালিয়েছে।

বিশেষ করে গত জুনে রাশিয়ার ভেতরে একাধিক ঘাঁটিতে ১০০ ড্রোন দিয়ে গোপন হামলা চালায় ইউক্রেন। এতে দেশটির বেশ কয়েকটি বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: এক্সপ্রেসইউকে



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top