বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


তীব্র তাপদাহে স্পেনে ১৬ দিনে ১,১৫০ জনের মৃত্যু


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ১০:১৯

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১১:১৭

ছবি ‍সংগৃহিত

ভয়াবহ তাপদাহ বয়ে চলছে ইউরোপের বিভিন্ন দেশে। সবচেয়ে ভয়াবহ অবস্থা স্পেনে।

দেশটিতে টানা ১৬ দিনের ভয়াবহ তাপপ্রবাহের কারণে ১,১৫০ জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার (১৯ আগস্ট) জানিয়েছে কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। খবর এএফপির।

প্রতিষ্ঠানটির হিসাবে, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ১,১৫০ জনের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা অস্বাভাবিক তাপমাত্রার প্রভাবেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে স্পেনের জনস্বাস্থ্য সংস্থা। এ সংক্রান্ত গবেষণায় ব্যবহার করা হয়েছে স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেমের তথ্য, যা ঐতিহাসিক প্রবণতার সঙ্গে তুলনা করে মৃত্যুর ধরন নির্ধারণ করে।

এছাড়া দেশটির জাতীয় আবহাওয়া সংস্থার আবহাওয়াবিষয়ক তথ্যও যুক্ত করা হয়েছে।

যদিও আবহাওয়া সংস্থা সরাসরি মৃত্যুর কারণ হিসেবে উচ্চ তাপমাত্রাকে নিশ্চিত করেনি। তবে এটি এমন মৃত্যুর সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান দেয়, যেখানে তাপপ্রবাহ একটি প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়।

এর আগের মাসে (জুলাই) একই প্রতিষ্ঠান জানিয়েছিল, স্পেনে ১,০৬০ জন মানুষ মারা গেছে তীব্র গরমের কারণে—যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, বৈশ্বিক উষ্ণায়নই বিশ্বজুড়ে তাপপ্রবাহকে দীর্ঘস্থায়ী ও অধিকতর তীব্র করে তুলছে।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top