বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ১৯:০৫

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ২০:৩৬

ছবি সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) সম্প্রতি অনুষ্ঠিত এক সমাবেশের মঞ্চে ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে ওই মামলা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ভক্তকে দেহরক্ষীদের নির্যাতনের অভিযোগে দক্ষিণি সিনেমার সুপারস্টার-রাজনীতিক ও টিভিকের প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে কুন্নাম থানায় মামলা দায়ের হয়েছে। থালাপতির পাশাপাশি তার দেহরক্ষীদেরও এই মামলার আসামি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, তামিলনাড়ু রাজ্যের পেরাম্বালুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে শরৎকুমার নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে ওই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে শরৎকুমার বলেছেন, থালাপতি বিজয়ের দেহরক্ষীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।

কুন্নাম পুলিশ বলেছে, ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

২০২৪ সালে নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম গঠন করেন দক্ষিণি সিনেমার মহাতারকা থালাপতি বিজয়। এরপর থেকে তামিলনাডুর রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে চলতি মাসে ঘোষণা দিয়েছেন তিনি। রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল দ্রাবিড়া মুন্নেত্রা কাঝগমের (ডিএমকে) বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

মাদুরাইয়ে টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে ডিএমকেকে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দেন থালাপতি বিজয়। সম্মেলনে নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) টিভিকের একমাত্র ‌‘‘আদর্শগত শত্রু’’ হিসেবে ঘোষণা দেন তিনি।

সম্মেলনে আসা হাজার হাজার সমর্থকের সামনে তিনি বলেন, ‘‘টিভিকে কোনও রাজনৈতিক খেলা নয়; একটি আদর্শ। এটি প্রচারের জন্য দেওয়া বক্তৃতা নয়। এটি ক্ষমতাসীনদের জন্য এক সতর্কবার্তা। টিভিকে এখানে ক্ষমতায় যাওয়ার জন্য এসেছে। কোটি কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। ২০২৬ সালের নির্বাচন হবে টিভিকে ও ডিএমকের লড়াই।’’

দক্ষিণি সিনেমার জনপ্রিয় এই তারকা আরও বলেন, টিভিকে হবে স্বচ্ছ ও আপসহীন এক শক্তি। টিভিকে আড়ালে কোনও সমঝোতা করে না, বেঈমানি করে না, মানুষকে ঠকায় না। আমরা কাউকে ভয় পাই না। তামিলনাডুর মানুষ—নারী ও তরুণরা আমাদের পাশে আছে।

সমাবেশে শ্রীলঙ্কার কাছ থেকে কাচাথিভু দ্বীপের নিয়ন্ত্রণ ফেরানোর এবং তামিল জেলেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে অঙ্গীকার করেন তিনি। থালাপতি বিজয়ের সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। সিনেমার বাইরে রাজনীতিতেও তার আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমাণ পাওয়ায় এসব সমাবেশে।

মাদুরাইয়ে অনুষ্ঠিত সমাবেশকে টিভিকের সবচেয়ে বড় শক্তি প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয়। যা অনেককে ১৯৬৭ ও ১৯৭৭ সালের তামিলনাড়ু রাজ্য নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। ওই সময় এমন সমাবেশের পর সি.এন. আন্নাদুরাই ও এম.জি. রামাচন্দ্রনের নতুন দল রাজ্যের ক্ষমতায় আসে। তবে দুই দশকের চলচ্চিত্রজীবনের জনপ্রিয়তা সত্ত্বেও রাজনীতিতে থালাপতি বিজয় এখনও নবাগত।

সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন নেতৃত্বাধীন ডিএমকে সরকারের তীব্র সমালোচনা করেন থালাপতি বিজয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে চেন্নাইয়ে বিক্ষোভের অভিযোগে পরিচ্ছন্নতা কর্মীদের গ্রেপ্তারকে ‘‘ফ্যাসিবাদী’’ ও ‘‘অমানবিক’’ বলে আখ্যা দেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top