বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ১০:৫৭

আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ১৭:৪৫

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়ে বন্দুক হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ঘটনাস্থল অ্যানানসিয়েশন গির্জায় একটি স্কুলও রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) এই হামলার সময় গির্জাটি শিক্ষার্থীতে পরিপূর্ণ ছিল। আহত ১৭ জনের মধ্যে ১৪ জনই শিশু। তবে তারা সবাই বেঁচে যাবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীর নাম রবিন ওয়েস্টম্যান, বয়স ২৩ বছর। ঘটনাস্থলেই তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।

বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টার ঠিক আগে পুলিশ এই হামলার ঘটনাটি ফোন কলের মাধ্যমে জানতে পারে।

হামলাকারী গির্জার একপাশ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র—একটি রাইফেল, একটি শটগান ও একটি পিস্তল ব্যবহার করে জানালা দিয়ে কয়েক ডজন গুলি ছোড়েন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি স্মোক বোমাও উদ্ধার করেছে।

২০১৬ সালের একটি স্কুল নিউজলেটার থেকে জানা যায়, হামলাকারীর মা মেরি গ্রেস ওয়েস্টম্যান আগে এই স্কুলেই কাজ করতেন। ফেসবুকের একটি পোস্ট অনুযায়ী, তিনি ২০২১ সালে চাকরি থেকে অবসরে যান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ঘটনাস্থলে এফবিআই রয়েছে। হামলার শিকার সবার জন্য আমার সঙ্গে দোয়া করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top