সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


রাশিয়ার কাছ থেকে তেল কেনা

‘ব্রাহ্মণরা মুনাফা করছে’— ভারতকে ফের তুলোধুনো করল যুক্তরাষ্ট্র


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২

ছবি সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে তা প্রক্রিয়াজাতের পর বিদেশে বিক্রি করে ইউক্রেন যুদ্ধ থেকে মুনাফা করছে ভারত— এমন অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের সময়ই এই সমালোচনা করেন তিনি। এমনকি ভারতকে রাশিয়ার ‘মানি লন্ড্রিং সেন্টার’ বলেও আখ্যায়িত করেন তিনি। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে ভারত মুনাফা করছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ তুলেছেন।

তিনি অভিযোগ করেছেন, নয়াদিল্লি রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনে সেটি পরিশোধন করে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের এ উপদেষ্টা ভারতকে রাশিয়ার “মানি লন্ড্রিং সেন্টার” আখ্যা দেন এবং ভারতের সাধারণ মানুষের ক্ষতির বিনিময়ে মুনাফা করার জন্য দেশটির অভিজাত শ্রেণিকে অভিযুক্ত করেন।

নাভারো বলেন, ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার আগে ভারত মস্কোর কাছ থেকে খুব একটা তেল কিনত না। কিন্তু এখন তারা রাশিয়ার “যুদ্ধ মেশিনে জ্বালানি” জোগাচ্ছে।

তিনি আরও বলেন, “ভারত আসলে রাশিয়ার জন্য একটি লন্ড্রোম্যাট ছাড়া কিছুই নয়। আপনারা দেখছেন, ব্রাহ্মণরা জনগণের ক্ষতির বিনিময়ে মুনাফা করছে। এটা বন্ধ হওয়া উচিত”। তার অভিযোগ, ভারতীয় রিফাইনারি রাশিয়ার তেল কম দামে কিনে প্রক্রিয়াজাত করছে এবং তা উচ্চ মূল্যে বিদেশে রপ্তানি করছে।

তিনি আরও বলেন, “এতে ইউক্রেনীয়রা মারা যাচ্ছে... আর করদাতাদের আমাদের কী করতে হচ্ছে? আরও অর্থ পাঠাতে হচ্ছে।”

ট্রাম্প প্রশাসনের এই বাণিজ্য উপদেষ্টা ভারতীয় পণ্য রপ্তানির ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের পক্ষে অবস্থান নিয়ে বলেন, নয়াদিল্লির মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠতা বিশ্ব স্থিতিশীলতাকে নষ্ট করছে।

তিনি আরও বলেন, “মোদিজি একজন দারুণ নেতা... আমি বুঝতে পারি না কেন তিনি (ভ্লাদিমির) পুতিন আর শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন, যখন তিনি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা।”

ভারতের ওপর ট্রাম্পের উপদেষ্টা নাভারোর এই আক্রমণ এমন এক সময়ে এসেছে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে যোগ দিতে চীন সফর করছেন। এ সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকও করেছেন। সাত বছর পর এটাই মোদির প্রথম চীন সফর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top