ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন সাড়ে ১০ হাজার পাকিস্তানি
প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:৪৬
আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:২৫
১০ হাজার ৫০০ জন পাকিস্তানির জন্য চাকরির ব্যবস্থা করেছে ইতালির সরকার। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শনিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
বিবৃতিতে বলা হয়েছে, চাকরিগুলো বেশিরভাগই জাহাজভাঙা, স্বাস্থ্যসেবা ও এবং কৃষি খাতের। এছাড়া দক্ষ ও আধা-দক্ষ পাকিস্তানিরা ওয়েল্ডিং, টেকনিক্যাল সার্ভিস, রান্না, রেস্তোরাঁর কর্মচারী ও গৃহকর্মী হিসেবেও কাজ পেতে পারবেন। এসব খাতেও কিছু চাকরি বরাদ্দ করা হয়েছে পাকিস্তানিদের জন্য।খবর জিও নিউজের।
উল্লেখ্য, এই প্রথম ইউরোপের কোনো দেশ পাকিস্তানির জন্য চাকরি বরাদ্দ করেছে। আগামী তিন বছরে বরাদ্দের এই কোটা ইতালির সরকার পূরণ করবে বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিবৃতিতে।
আরও বলা হয়েছে, এই কর্মসংস্থান কোটা নিয়ে সম্প্রতি ইতালির সরকারের সঙ্গে পাকিস্তানের সরকারের একটি চুক্তি হয়েছে।
সেই চুক্তি অনুসারে, চাকরির কোটা পূরণের জন্য আগামী তিন বছরের প্রতি বছর মোট ৩ হাজার ৫০০ জন পাকিস্তানিকে বৈধভাবে গ্রহণ করবে ইতালির সরকার।
পাকিস্তান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালিক হুসাইন ইতালির এ পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ইতালির সরকারের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তিটি পাকিস্তানের জন্য একটি মাইলফলক।
তিনি আরও বলেন, ‘ইউরোপের শ্রমবাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য ইতালির সরকারের এই প্রস্তাব পাকিস্তানিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
সালিক হুসাইন জানান, চুক্তি বাস্তবায়নের জন্য ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে যৌথভাবে কাজ করবে পাকিস্তান-ইতালি ওয়ার্কিং কমিটি।

আপনার মূল্যবান মতামত দিন: